ডায়াবেটিস ও স্থুলতার নতুন ওষুধ বাজারে আনল বায়োকন

ডায়াবেটিস ও স্থুলতা নিয়ন্ত্রণে নতুন ওষুধ বাজারে এনেছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি বায়োকন। ‘লিরাগ্লুটাইড বায়োকন’ নামের এই ওষুধটি আজ থেকে পাওয়া যাবে যুক্তরাজ্যের বাজারে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন কোম্পানির শীর্ষ নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধার্থ মিত্তাল। বিবৃতিতে তিনি জানিয়েছেন, ওষুধটি বাজারের ছাড়ার অনুমতি প্রার্থনা করে গত জানুয়ারির শুরুর দিকে যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছিল বায়োকন। বৃহস্পতিবার কর্তৃপক্ষ সেই আবেদনে সাড়া দিয়ে সবুজ সংকেত দিয়েছে।
যারা দীর্ঘ মেয়াদে ডায়াবেটিস এবং শারীরিক স্থুলতায় ভুগছেন, তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকর ভূমিকা রাখতে পারবে দাবি করে বিবৃতিতে সিদ্ধার্থ মিত্তাল বলেন, “লিরাগ্লুটাইড বায়োকনের বৈজ্ঞানিক নাম জিএলপি ১ পেপটাইড লিরাগ্লুটাইড। ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এ ওষুধটি ইঞ্জেকশন আকারে গ্রহণযোগ্য। আমাদের ট্রায়াল রেকর্ড বলছে, লিরাগ্লুটাইড বায়োকন ডায়াবেটিস ও স্থুলতা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।”
“ব্রিটেনের সরকার সঠিক সময়েই এ ওষুধটির ছাড়পত্র দিয়েছে; এটির দামও সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা হয়েছে। আমরা আশা করছি ব্রিটেনের জনগণ এতে উপকৃত হবে।”
বিবৃতিতে তিনি আরও জানান, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরও কয়েকটি দেশের বাজারে ওষুধটি ছাড়ার জন্য আবেদন করেছে কোম্পানি। আশা করা হচ্ছে, শিগগিরই সেসব দেশের নিয়ন্ত্রক সংস্থাও ওষুধটির ছাড়পত্র দেবে।
সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড
এসএমডব্লিউ