ইন্দোনেশিয়ায় সমকামী দুই যুবককে জনসম্মুখে বেত্রাঘাত

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে সমকামী সম্পর্কে লিপ্ত থাকার দায়ে দোষী সাব্যস্ত দুই যুবককে প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার আচেহ প্রদেশের স্থানীয় প্রশাসন এই সাজা কার্যকর করেছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
এই ঘটনার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ার সরকারের প্রতি প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা বাতিলের আহ্বান জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম-সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায় এলজিবিটিকিউ সম্প্রদায়ের সদস্যরা আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। দেশটির একমাত্র আচেহ প্রদেশেই ইসলামি শরিয়া আইনের আওতায় সমকামিতাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এই অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের প্রকাশ্যে বেত্রাঘাতের সাজার বিধান করেছে আচেহ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার আচেহ প্রদেশের আঞ্চলিক সরকারি একটি অফিসে ইসলামি ধর্মীয় পুলিশের সদস্যরা ১৮ ও ২৪ বছর বয়সী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে প্রকাশ্যে বেত্রাঘাত করেছেন। বেত্রাঘাতের সময় ওই দুই যুবকের পরিবারের সদস্যদের পাশাপাশি আরও কয়েক ডজন মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
আচেহ প্রদেশের শরিয়া আইন প্রয়োগকারী সংস্থার প্রধান রোজলিনা এ জলিল সাংবাদিকদের বলেছেন, অভিযুক্ত দুই সমকামী যুবক যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের একজনকে ৭৭টি এবং অন্যজনকে ৮২টি বেত্রাঘাত করা হয়। স্থানীয় লোকজন অভিযুক্ত দুই যুবককে আটকের পর পুলিশের হাতে তুলে দিয়েছিল।
তবে এই বিষয়ে অভিযুক্ত দুই যুবক কিংবা তাদের আইনজীবীর মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
এসএস