এবার সর্বজনীন পেনশন স্কিম চালু করছে ভারত সরকার

ভারতে এবার সবার জন্য আসছে সর্বজনীন পেনশন স্কিম। সরকারি, বেসরকারি সংস্থার কর্মী থেকে শ্রমিক, বাড়ির পরিচারক—সবাইকে এই পেনশন স্কিমের অধীনে আনা হবে।
দেশটির শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।
এতে বলা হয়, বর্তমানে অসংগঠিত ক্ষেত্রের কর্মী, যেমন ঠিকা শ্রমিক, নির্মাণকর্মী, পরিচারকের মতো বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সরকারি সেভিং স্কিমের সুবিধা পান না। এবার তাদেরও পেনশনের সুবিধা দেওয়া হবে।
আরও পড়ুন
তবে পুরোনো পেনশন স্কিমের সঙ্গে নতুন পেনশন স্কিমের একটা বড় পার্থক্য থাকবে। পুরোনো স্কিমে যেখানে ইপিএফও-তে কর্মী ও সংস্থা-উভয়ই টাকা দিত, সেখানে নতুন স্কিমে সরকার নিজে থেকে কোনও অর্থ বিনিয়োগ করবে না।
এছাড়া নতুন পেনশন স্কিম চালু হলেও, পুরোনো পেনশন স্কিম বা ন্যাশনাল পেনশন স্কিম বন্ধ হয়ে যাবে না।
প্রসঙ্গত, অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা সরকারি পেনশন স্কিমের সুবিধা না পেলেও, সরকারের তরফে অটল পেনশন যোজনার মতো একাধিক স্কিম রয়েছে, যেখানে মাসিক ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা পেনশন পাওয়া যায়।
২০২৩ সালে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনগণকে পেনশনের আওতায় আনার উদ্দেশ্যে সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করা হয়।
সূত্র : এনডিটিভি
এমএসএ