মহাকাশে যেভাবে প্যান্ট পরতে হয়, দেখালেন নভোচারী (ভিডিও)

মহাকাশে নভোচারীরা কী করেন, কীভাবে থাকেন এ নিয়ে সাধারণ মানুষের অনেক আগ্রহ থাকে। কারণ পৃথিবীর চেয়ে সেখানে পুরো আলাদা জীবনযাপন হয় নভোচারীদের। সাধারণদের সেই আগ্রহের কথা মাথায় রেখে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) রাসায়নিক প্রকৌশলী ডন পেট্টিট দেখিয়েছেন কীভাবে সেখানে প্যান্ট পরতে হয়। সাধারণত প্যান্ট পরা জয় এক পা আগে-পরে দিয়ে। তবে ডন পে্ট্টিটের করা একটি ভিডিওতে দেখা গেছে, একসঙ্গে দুই পা দিয়ে প্যান্ট পরছেন তিনি। প্রথমে তিনি নিচে নেমে আসেন। এরপর ভাসমান প্যান্টটি ধরে সেটিতে একসঙ্গে খুব দ্রুত গতিতে দুই পা একসঙ্গে দিয়ে এটি পরে নিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, “দুই পা একসঙ্গ।”
এক্সে প্রকাশিত ভিডিওটি অনেকের নজর কেড়েছে। একজন এটির নিচে লিখেছেন, “আমি প্রথমে ভেবেছিলাম আপনি সরাসরি এসে প্যান্ট পরে ফেলবেন। হাহা। এমনটি করলে অবশ্যই মজা হতো।”
— Don Pettit (@astro_Pettit) February 21, 2025
আরেকজন মজা করে লিখেছেন, “এটি হলো সেই কনটেন্ট যেটি আমার প্রয়োজন। আমি পৃথিবীতে এমনটি করার চেষ্টা করেছি। তবে কাজে দেয়নি।”
মাধ্যাকর্ষণ শক্তি কাজ না করায় মহাকাশে সবকিছুই ভাসমান থাকে। নভোচারীদের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটে না। কয়েকদিন আগে ভারতীয় বংশোদ্ভূদ মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস জানান, তিনি হাঁটাই ভুলে গেছেন। কীভাবে হাঁটতে হয় পৃথিবীতে এসে তা তাকে আবার নতুন করে শিখতে হবে। সুনিতা নির্দিষ্ট কয়েকদিনের জন্য মহাকাশে গেলেও, কারিগরি ক্রটির কারণে সেখানে আটকা পড়ে গেছেন তিনি।
এমটিআই