ঈদের পর কঠোর আন্দোলনে নামবে পিটিআই

আগামী ঈদুল ফিতরের পর সরকার বিরোধী কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরকারের সঙ্গে উত্তেজনা চলার মধ্যে এমন ঘোষণা দিয়েছেন পিটিআইয়ের নেতা শওকত ইউসুফজাই।
তিনি আরও জানান, বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের দুই দল পিপিপি ও পিএমএল-এনের মধ্যে বেশ মতানৈক্য দেখা দিয়েছে। তারা ধারণা, এমন দ্বন্দ্ব চলতে থাকলে ঈদের আগেই শেহবাজ সরকারের পতন ঘটতে পারে।
শওকত ইউসুফজাই বলেন, “খারাপ শাসনের জন্য পিপিপি ও পিএমএল-এন একে অপরকে দোষারোপ করছে। পিপিপি বলছে পিএমএল-এনের সরকার পরিচালনা ভালো হচ্ছে না। অপরদিকে পিএমএল-এন দাবি করছে সিন্ধের প্রাদেশিক সরকারে পিপিপি ব্যর্থ হয়েছে। উভয়ই একে অপরের বিরুদ্ধে সত্য বলছে।”
ঈদের পরে আন্দোলন নিয়ে পিটিআইয়ের এ নেতা বলেন, “বিরোধী দলগুলো নিয়ে বৃহৎ একটি জোট হচ্ছে এবং তারা ঈদের পর সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে।”
২০২২ সালের ১০ এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হলে তিনি গ্রেপ্তার হন। এখনো কারাগারেই আছেন ইমরান।
ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের শুরুতে পাকিস্তানে আবারও নির্বাচন হয়। কিন্ত এতে তিনি অংশগ্রহণ করতে পারেননি। এমনকি তার দল পিটিআইকে ব্যাট প্রতীকে নির্বাচন করতে দেওয়া হয়নি। এতে পিটিআইয়ের সদস্যরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন। তা সত্ত্বেও ওই নির্বাচনে সর্বোচ্চ আসন পায় পিটিআই। কিন্তু তাও তাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি। গত বছরের নভেম্বরে ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামবাদে বিশাল লং মার্চ করে দলটি। তবে শেষ মুহূর্তে গিয়ে সেটি ভেস্তে যায়।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
এমটিআই