ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
করোনা মহামারির মধ্যে ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে প্রায় ১২ হাজার মানুষ আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে। সংক্রমণের পাশাপাশি এই রোগের চিকিৎসায় ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। এবার সেই ওষুধের ঘাটতি মেটাতেই এগিয়ে আসল যুক্তরাষ্ট্রের গিলিয়াড সায়েন্সেস।
ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ অ্যাম্ফোটেরিসিন-বি ভারতকে সরবরাহ করবে গিলিয়াড। জানা গেছে যে, প্রায় ১০ লাখ ডোজ ভারতে পাঠাবে কোম্পানিটি। ইতোমধ্যে ১ লাখ ২১ হাজার ডোজ পাঠিয়েছে। আরও ৮৫ হাজার ডোজ পাওয়ার অপেক্ষায় ভারত।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছে, ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ বাড়তে থাকায় অ্যাম্ফোটেরিসিনের ঘাটতি মেটাতে সরকার কাজ করছে। ইতোমধ্যে দেশের আরও পাঁচটি কোম্পানিকে এই ওষুধ তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে।
দেশটির কেন্দ্র সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১১ হাজার ৭১৭। যার মধ্যে বেশির ভাগই গুজরাট, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ; এই তিন রাজ্য থেকে। তবে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তে শীর্ষস্থানে রয়েছে গুজরাট।
রাজ্যে রাজ্যে সংক্রমণ শনাক্ত হওয়ায় মহামারি আইন অনুযায়ী গত সপ্তাহেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারগুলোকে চিঠি দিয়ে এ বিষয়ে সতর্ক হওয়ার ও এ সংক্রান্ত সব তথ্য কেন্দ্র সরকারকে জানানোর আহ্বানও জানায়।
একের পর এক রাজ্যে এই ছত্রাকের সংক্রমণ বাড়তে থাকায় সংশ্লিষ্ট রাজ্যগুলোও ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে। করোনার প্রকোপে বিপর্যয়ের মধ্যে নতুন এই ছত্রাকের সংক্রমণ দেশটির স্বাস্থ্য ব্যবস্থাকে আরও একটা নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
এএস