মার্কিনিদের জন্য মেক্সিকো উপসাগরের নাম বদলে দিলো গুগল

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল দাপ্তরিকভাবে মেক্সিকো উপসাগরের নাম বদলে দিয়েছে। গুগলের ম্যাপস অ্যাপে এই উপসাগরটির নাম আসছে ‘আমেরিকা উপসাগর’।
তবে এই পরিবর্তন ঘটেছে শুধু যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশের ব্যাবহারকারীদের ম্যাপস অ্যাপে সেই উপসাগরের আগের নামই বহাল রেখেছে গুগল। এমনকি মেক্সিকোর ব্যবহারকারীরাও তাদের অ্যাপে এই উপসাগরটির নাম ‘মেক্সিকো উপসাগর’-ই দেখছেন।
‘গালফ অব মেক্সিকো’ বা মেক্সিকো উপসাগর হলো আটলান্টিক মহাসাগরের একটি ক্ষুদ্র উপশাখা। এ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কিউবাকে পৃথক করা এই উপসাগরের প্রায় পুরোটাই পড়েছে উত্তর আমেরিকা মহাদেশে।
বহু বহু বছর ধরে এ উপসাগরটি মেক্সিকো উপসাগর নামেই পরিচিত ছিল। তবে গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। সেসবের মধ্যে এই সাগরটির নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ করা সংক্রান্ত একটি আদেশও ছিল।
পরে জানুয়ারি শেষ করার আগেই যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, উপসাগরটির নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ বা আমেরিকা উপসাগর করা হয়েছে। তবে এই নামবদল কেবল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই সীমানবদ্ধ থাকবে। অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশ এই মেক্সিকো উপসাগরের নতুন নাম গ্রহণ করবেন কি করবেন না— তা সম্পূর্ণ তাদের ঐচ্ছিক ব্যাপার।
নাম পরিবর্তনের দু’সপ্তাহ পেরিয়ে যাওয়ার আগেই যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মেনে নিল গুগল। তবে কোম্পানির কর্মকর্তার ব্যাপারটি সরাসরি স্বীকার করেননি। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের আহ্বানে সাড়া দিয়ে শুধু মার্কিন ব্যবহারকারীদের জন্য এ পদক্ষেপ নিয়েছে কোম্পানি।
প্রসঙ্গত, মেক্সিকো উপসাগরের নাম বদলের পাশাপাশি উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ডেনালির নাম পরিবর্তনেরও নির্দেশ দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ অনুসারে আলাস্কায় অবস্থিত এই পর্বতের নতুন নাম রাখা হয়েছে ‘মাউন্ট ম্যাককিনলি’।
সূত্র : আনাদোলু এজেন্সি
এসএমডব্লিউ