এস-৪০০ ক্রয়: মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে ভারত
কয়েক বিলিয়ন ডলার খরচ করে রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় চুক্তি করার কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পরতে পারে ভারত। সম্প্রতি মার্কিন কংগ্রেসের কাছে জমা দেওয়া কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) নামক এক সংস্থার প্রতিবেদনে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) হচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের গবেষণা সংক্রান্ত শাখা। সংস্থাটি স্বাধীনভাবে কাজ করে থাকে।
রাশিয়ার সঙ্গে এই অস্ত্র চুক্তি প্রথম থেকেই ভালো ভাবে নেয়নি আমেরিকা। ভারত যদি রাশিয়ার কাছ থেকে এই অস্ত্র কেনে, তাহলে নয়াদিল্লিকে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার সেই হুঁশিয়ারিকে এক ধাপ এগিয়ে নিয়ে রিপোর্ট আকারে প্রকাশ করল মার্কিন কংগ্রেসের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস।
কংগ্রেসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে সিআরএস জানিয়েছে,‘ভারতের প্রতিরক্ষাখাতের বিভিন্ন নীতিতে সংস্কার করতে দীর্ঘদিন ধরে অনুরোধ করে আসছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে দেশটির প্রতিরক্ষাখাতে সরাসরি বিদেশি বিনিয়োগও চায় ওয়াশিংটন। কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে প্রযুক্তি ভাগাভাগি ও যৌথভাবে (অস্ত্র) উৎপাদনে বেশি মনযোগী ভারত।’
ভারতকে রীতিমতো হুমকি দিয়ে সিআরএস’র রিপোর্টে বলা হয়েছে, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি বাতিল না করলে ভারতকে বড়সড় নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতেও এর প্রভাব পড়তে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে ২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার সঙ্গে চুক্তি করে ভারত। তবে প্রথম থেকেই এই চুক্তির বিরোধিতা করে আসছে ওয়াশিংটন।
মার্কিন বিরোধিতা ও হুঁশিয়ারি উপেক্ষা করেই ২০১৯ সালে চুক্তি অনুযায়ী প্রথম কিস্তিতে রাশিয়াকে প্রায় ৮০০ মিলিয়ন ডলার পরিশোধ করে ভারত। এরপর সদ্য সমাপ্ত বছরের নভেম্বর মাসেই এস-৪০০ ক্রয় চুক্তির বিষয়ে মুখ খোলে রাশিয়া।
সেসময় বিবৃতিতে দেশটি জানায়, আমেরিকার এই নিষেধাজ্ঞার হুঁশিয়ারি উপেক্ষা করেই ভারতের সঙ্গে সব প্রতিরক্ষা চুক্তি একে একে কার্যকর হচ্ছে।
তবে রাশিয়ার নিকট থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার দায়ে মার্কিন নিষেধাজ্ঞার হুমকি পাওয়া ক্ষেত্রে ভারতই প্রথম দেশ নয়। ভারতের আগে রাশিয়ান এই অস্ত্র কেনে তুরস্ক। যার ফলে ইতোমধ্যেই আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে ন্যাটোর ওই সদস্য দেশকে।
টিএম