গোটা বাংলা আজ দুর্যোগ কবলিত: মমতা
ঘূর্ণিঝড় ইয়াসের জেরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, ‘গোটা বাংলা দুর্যোগ কবলিত। ভরা কোটালের জন্য বাংলায় বেশি সমস্যা হচ্ছে। যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ কেউ প্লাবিত গ্রামে ফিরবেন না।’
এ বিষয়ে তিনি আরও জানান, রাজ্যের উপকূলবর্তী গ্রামগুলোতে ইতোমধ্যে ঢুকেছে জলোচ্ছাসের পানি। পূর্ব মেদিনীপুরে ৫২ টি নদী বাঁধ ভেঙ্গে গিয়েছে। ফলে, গোসাবা অঞ্চলের গ্রামগুলো এখন জলমগ্ন। হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দক্ষিণ চব্বিশ পরগনার ১৫ টি নদীর বাঁধ ভেঙেছে। নন্দীগ্রামে গ্রামের পর গ্রাম ডুবে গিয়েছে। সেখানকার সোনাচূড়া, কেন্দামারিসহ সব এলকা এখন জলমগ্ন। কলকাতা, হাওড়া ও হুগলিতে ঘণ্টায় ৭৫ থেকে ১১০ কিলোমিটার বেগে ঝড় হবে। উপকূলীয় এলাকায় ঘণ্টায় ঝড়ের গতিবেগ উঠতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত।
মুখ্যমন্ত্রী জানান, পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী দীঘা ঝড়ের আঘাতে তছনছ হয়ে গেছে। এছাড়া জেলার কুলতলি, পাখিরালায়, সুন্দরবন, ফ্রেজারগঞ্জে বাঁধ ভেঙেছে বলে জানা গেছে।
ইয়াসের জেরে মঙ্গলবার রাত থেকেই কলকাতা ও তার আশপাশের এলাকায় শুরু হয়েছিল ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাত থেকেই নবান্নে অবস্থান করছেন। সেখানে তিনি ঝড়ের প্রতি মুহূর্তের গতিবিধি নজরে রাখছেন বলে জানিয়েছেন নবান্নের কর্মকর্তারা।
রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে প্রতিনিয়ত আমার কথা হচ্ছে। সমস্ত আপডেট নেওয়া হচ্ছে। একটু কষ্ট করুন সবাই। তবে প্রশাসনের অনুমতি ছাড়া কেউ ত্রাণ শিবির থেকে বাড়ি ফিরবেন না, এটা সবার কাছে আমার অনুরোধ। কলকাতাবাসীকেও অনুরোধ করছি ১০ টা থেকে ১২টা অবধি ঘর থেকে বেরোবেন না, পকেট টর্নেডো হওয়ার আশঙ্কা রয়েছে।’
ভারতের আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছিল, বুধবার বেলা ১২ টার দিকে ওডিশার ভদ্রক জেলার ধামড়া ও পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। তবে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই প্রবল বিধ্বংসী শক্তি নিয়ে ওডিশা ও পশ্চিমবঙ্গে শুরু হয় এই ঝড়ের তাণ্ডব।
পশ্চিমবঙ্গ আবহাওয়া দফতর থেকে ইয়াসের জেরে বুধবার ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলা। এই জেলাগুলো হলো বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদহ, কালিম্পং ও দার্জলিং।
এসএমডব্লিউ