স্থলভাগের আরও কাছাকাছি ইয়াস
ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গ রাজ্যে আঘাত হানতে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াস স্থলভাগের আরও কাছাকাছি চলে এল। বুধবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার ভারতীয় বুলেটিন অনুসারে, ইয়াসের কেন্দ্রস্থল ওডিশার ধামরা থেকে মাত্র ৬০ কিলোমিটার পূর্বে এবং পারাদ্বীপ থেকে ৯০ কিমি পূর্ব ও উত্তর-পূর্বে রয়েছে ইয়াস। পশ্চিমবঙ্গের দিঘা থেকে মাত্র ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ইয়াস।
বুধবার সকালের পরেই ওডিশার উপকূলে ইয়াস আছড়ে পড়বে মনে করছে ভারতীয় আবহাওয়া দফতর। ইতোমধ্যেই পশ্চিমবঙ্গ ও ওডিশার উপকূলবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি হয়েছে।
ভোর সাড়ে ৫টার বুলেটিন জানাচ্ছে, ঘূর্ণিঝড় ইয়াস উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে। মনে করা হচ্ছে, ওডিশার ধামারার আশপাশেই তা আছড়ে পড়বে। বঙ্গোপসাগরের ২০ ডিগ্রি ৭ মিনিট উত্তর অক্ষাংশ ও ৮৭ ডিগ্রি ৪৫ মিনিট পূর্ব দ্রাঘিমায় তা অবস্থান করছে। ওডিশার ভদ্রক জেলার ধামরা ও বালেশ্বরের মধ্যবর্তী উপকূলভাগের দিকেই এগিয়ে আসছে। বুধবার সকালেই সেখানে হানা দিতে পারে ‘অতি প্রবল’ ইয়াস। যার জেরে বুধবার দুপুর পর্যন্ত ওডিশার উপকূলবর্তী ওই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ক্ষয়ক্ষতির আশঙ্কাও বাড়াচ্ছে।
যে গতি নিয়ে ইয়াস স্থলভাগের দিকে এগিয়ে আসছিল, শেষ ৬ ঘণ্টায় তা একটু বেড়েছে। শেষ ৬ ঘণ্টায় ঘণ্টা প্রতি ১৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ইয়াস। স্থলভাগে আছড়ে পড়ার আগে বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের গতিবেগ ১৩০ থেকে ১৪০ কিলোমিটার। তবে এর সর্বোচ্চ গতিবেগ ১৫৫ কিলোমিটার হতে পারে।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে ওডিশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুরের মতো উপকূলবর্তী বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
সূত্র : আনন্দবাজার
ওএফ