কয়েক সপ্তাহ ধরেই মন খারাপ ছিল বাইডেনের

চার বছর মেয়াদ পূর্ণ করে গতকাল সোমবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। অপরদিকে দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হন ট্রাম্প। যদিও এই নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়ার কথা ছিল বাইডেনের। কিন্তু সংবাদমাধ্যম সিএনএনের আয়োজিত একটি বিতর্ক অনুষ্ঠানের পর ৮২ বছর বয়সী বাইডেনের ওপর প্রার্থীতা প্রত্যাহারের চাপ বাড়তে থাকে। এরপর দলের চাপের মুখে তিনি কমলা হ্যারিসের ওপর প্রার্থীতা ন্যাস্ত করেন।
সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার (২০ জানুয়ারি) জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে বাইডেনের মন খারাপ ছিল। কারণ এখন তিনি ধারণা করছেন, যদি কমলার বদলে তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করতেন। তাহলে তিনিই জয় পেতেন। এ বিষয়টি এখন তাকে আফসোসে ভোগাচ্ছে; কেন তিনি প্রার্থীতা প্রত্যাহার করেছিলেন।
৮২ বছরে পা দেওয়া বাইডেনের রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আলজাজিরা। যদিও তার দল ডেমোক্র্যাটিক পার্টিতে তার উপস্থিতি থাকবে। কিন্তু সেখানে তার প্রভাব আর আগের মতো থাকবে না। আলজাজিরা বলেছে, ডেমোক্র্যাটরা এখন নতুন নেতা নির্বাচনের দিকে মনযোগ দেবে। তাদের লক্ষ্য থাকবে আগামী নির্বাচন। তাদের বিশ্বাস, যেহেতু ট্রাম্প এবারই শেষবারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন তাই তারা সামনের নির্বাচনে সুবিধা পাবে।
এমটিআই