শেষ মুহূর্তে পরিবারের সদস্যদের অগ্রিম ক্ষমা করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন নিজের শাসনামলের শেষ সময়ে তার ভাই-বোন এবং তাদের স্বামী-স্ত্রীদের জন্য অগ্রিম ক্ষমা ঘোষণা করেছেন। প্রেসিডেন্টের ক্ষমতাবলে তিনি পরিবারের সদস্যদের ক্ষমা করেন, যেন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো অপরাধে তদন্ত বা বিচার না হয়।
বিজ্ঞাপন
বাইডেন দাবি করেছেন, তাকে আহত করতে— তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যেসব হুমকি-ধামকি দেওয়া হচ্ছে, সেটি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল সোমবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। সংবিধান অনুযায়ী গতকালই বাইডেনের মেয়াদ শেষ হয়।
বিজ্ঞাপন
এরআগে বাইডেন নিজের প্রধান স্বাস্থ্য পরামর্শক অ্যান্থনি ফউসি এবং সাবেক জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলেকেও অগ্রিম ক্ষমা করেন তিনি। যুক্তরাষ্ট্রে করোনা মহামারি ছড়ানোর পর অ্যান্থনি ফউসি সাধারণ মানুষকে সতর্ক করতে বড় অবদান রাখেন। তবে ট্রাম্প ও অন্যান্যদের অভিযোগ ফউসি সাধারণ মানুষকে আতঙ্কিত করেছেন।
সূত্র: সিএনএন