ঘন কুয়াশায় আচ্ছন্ন উত্তর ভারত, দিল্লিতে ফ্লাইট চলাচল ব্যাহত
ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে পড়েছে সমগ্র উত্তর ভারত। এতে সেখানকার দৃষ্টিসীমা অনেকটাই কমে গেছে। এই পরিস্থিতিতে দেশটির রাজধানী দিল্লিতে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে ফ্লাইট চলাচল।
ইতোমধ্যেই দেড় শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। একইসঙ্গে ট্রেন চলাচলেও দেখা দিয়েছে বিশৃঙ্খলা। শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, শুক্রবার সকালে দিল্লি-ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের (এনসিআর) অংশগুলো ঘন কুয়াশায় ঢেকে গেছে, দৃশ্যমানতা শূন্যে নেমে এসেছে এবং ১৫০টিরও বেশি ফ্লাইট এবং প্রায় ২৬টি ট্রেন বিলম্বিত হয়েছে।
— ANI (@ANI) January 10, 2025
এভিয়েশন ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ঘন কুয়শিার কারণে ফ্লাইট চলাচলে গড়ে ৪১ মিনিট বিলম্ব হচ্ছে।
দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (ডিআইএএল) শুক্রবার সকালে দেওয়া এক আপডেটে বলেছে, ঘন কুয়াশার কারণে ফ্লাইটের প্রস্থান “সমস্যার মুখে” পড়ছে। তবে ক্যাট-থ্রি সম্বলিত ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ এবং প্রস্থান করতে পারে বলে ভ্রমণকারীদের আশ্বস্ত করেছে সংস্থাটি।
— Delhi Airport (@DelhiAirport) January 10, 2025
ভারতের আবহাওয়া বিভাগ দেশটির পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানসহ উত্তর ভারতের অনেক অংশে মাঝারি থেকে খুব ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে। মূলত উত্তর ভারতে গত কয়েক সপ্তাহে ঘন কুয়াশার কারণে শত শত ফ্লাইট ও ট্রেন বাতিল বা বিলম্বিত হয়েছে।
এদিকে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ভারতের রাজধানী দিল্লির বায়ু মানের সূচক (একিউআই) শুক্রবার সকাল ৬টার দিকে ৪০৮ রেকর্ড করা হয়েছে। অর্থাৎ দিল্লির বাতাসের মান “খুব খারাপ” থেকে “গুরুতর” ক্যাটাগরিতে নেমে গেছে।
আরও পড়ুন
মূলত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
আইএমডি অনুসারে, দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া সংস্থা জানিয়েছে, শুক্রবার দেশটির রাজধানীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
টিএম