বিরোধীদলীয় নেতার শিরশ্ছেদ করতে চান উগান্ডার সেনাপ্রধান
উগান্ডার সেনাবাহিনীর প্রধান মুহুজি কাইনেরুগাবা বলেছেন, তিনি দেশের প্রধান বিরোধী নেতার শিরশ্ছেদ করতে চেয়েছিলেন। জেনারেল কাইনেরুগাবা আফ্রিকার এই দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনির ছেলে।
গত বছরের মার্চে ছেলে কাইনেরুগাবাকে দেশের সামরিক বাহিনীর প্রধান পদে নিযুক্ত করেন প্রেসিডেন্ট ইওওয়েরি। সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মূলত কাইনেরুগাবাকে বছরের পর বছর পর ধরে দেশের শীর্ষ পদের জন্য প্রস্তুত করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বার্তাসংস্থাটি বলছে, মুহুজি কাইনেরুগাবাকে তার বাবার উত্তরাধিকারী হিসেবে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি ১৯৮৬ সাল থেকে উগান্ডা শাসন করছেন।
জেনারেল কাইনেরুগাবা একজন বিতর্কিত ব্যক্তিত্ব। তিনি সামরিক প্রটোকল লঙ্ঘন করে দেশটির রাজনৈতিক অঙ্গনে ক্রমশ জড়িত হয়ে পড়ছেন। ২০২২ সালে প্রতিবেশী কেনিয়া আক্রমণ করার জন্য টুইটারে হুমকি দিয়েছিলেন তিনি।
যদিও পরে তাকে সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার পদ থেকে বরখাস্ত করেন তার বাবা। সেই ঘটনায় প্রেসিডেন্ট মুসেভেনিও কেনিয়ার নেতার কাছে ক্ষমা চেয়েছিলেন এবং কেনিয়ানদের কাছে তার ছেলের পক্ষ থেকেও ‘ক্ষমা’ প্রার্থনা করেন। অবশ্য জেনারেল কাইনেরুগাবার সেই আপত্তিকর টুইটটি কখনোই সরানো হয়নি। পরে তাকে জেনারেল পদে উন্নীত করা হয় এবং তার বাবার উপদেষ্টা পদেও তাকে বহাল রাখা হয়েছিল। যদিও এর আগেও তিনি টুইটারে বিতর্কিত টুইট পোস্ট করেছেন।
রয়টার্স বলছে, গত রোববার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া একটি পোস্টে জেনারেল কাইনেরুগাবা বলেন— তার বাবাই একমাত্র ব্যক্তি যিনি বিরোধী নেতা ববি ওয়াইনকে তার হাত থেকে রক্ষা করেছিলেন। পোস্টে তিনি তার বাবাকে সম্মানিত এমজি (Mzee) বলে উল্লেখ করেছেন।
ওই পোস্টে কাইনেরুগাবা লিখেছেন, “যদি এমজি না থাকত, তাহলে আমি আজ তার মাথা কেটে ফেলতাম।”
এদিকে বিরোধী নেতা ববি ওয়াইন — যার আসল নাম রবার্ট কিয়াগুলানি — এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মুসেভেনির পরে দ্বিতীয় স্থান অর্জন করা এই রাজনীতিক এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় জানান, তিনি এই হুমকিটিকে হালকাভাবে নেননি। অতীতে তাকে হত্যার জন্য বেশ কযেকবার চেষ্টা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
জবাবে কাইনেরুগাবা বলেন: “অবশেষে! আমি তোমাকে জাগিয়ে দিয়েছি? আমি তোমার শিরশ্ছেদ করার আগে, আমরা যে টাকা তোমাকে ঋণ দিয়েছিলাম তা আমাদের শোধ করে দাও।”
অবশ্য বিতর্কিত এই মন্তব্যের বিষয়ে জানতে উগান্ডা সরকারের মুখপাত্র এবং কাইনেরুগাবার সাথে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া সশস্ত্র বাহিনীর মুখপাত্রও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
উগান্ডা সরকারের মুখপাত্র অবশ্য এর আগে বলেছিলেন, কাইনেরুগাবার সোশ্যাল মিডিয়া পোস্টগুলোকে “উদ্দেশ্যহীন” মন্তব্য হিসাবে নেওয়া উচিত এবং এগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত নয়। এমনকি তার পোস্টে করা মন্তব্যগুলো সরকারি নীতি প্রতিফলিত করে এমনটাও মনে করা উচিত নয়।
টিএম