জিভ দিয়ে থামালেন ৫৭টি ফ্যান, নাম উঠল গিনেস বুকে (ভিডিও)
একটি-দুটি নয়—জিভ দিয়ে অন্তত ৫৭টি বৈদ্যুতিক পাখা থামিয়ে দিয়েছেন এক যুবক। অবিশ্বাস্য এ কাজের ফলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছেন ভারতের তেলেঙ্গানার সূর্যপেটের বাসিন্দা ক্রান্তি কুমার পানিকেরা।
মাত্র এক মিনিটে ৫৭টি চলন্ত বৈদ্যুতিক পাখা জিভ দিয়ে বন্ধ করে দেওয়ার ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। যা দেখে শিউরে উঠছে সবার। নেটিজেনদের প্রশ্ন, এটি জিভ না লোহা?
সাধারণ মানুষ এই কাজ করলে জিভ কেটে টুকরো টুকরো হওয়ার কথা। যদিও সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, হেলায় সেই কাজ করছেন ক্রান্তি। এক এক করে পাখার ব্লেডগুলোকে নিজের জিভ দিয়ে থামিয়ে দিচ্ছেন তিনি।
— Guinness World Records (@GWR) January 2, 2025
জানা গেছে, দীর্ঘ অনুশীলনে ভয়ংকর এই কাজে সক্ষম হয়েছেন তেলেঙ্গানার যুবক। তিনি ‘ড্রিল ম্যান’ হিসাবেই পরিচিত। আগেও ‘বিগ সেলিব্রিটি চ্যালেঞ্জ’, ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’, ‘জেড ট্যালেন্ট শো’ এবং ‘ইন্ডিয়া কা মস্ত কালান্দার’, এমনকি ‘আমেরিকাস গট ট্যালেন্টে-এর মতো আন্তর্জাতিক মঞ্চে সাহসী চ্যালেঞ্জ নিয়েছেন এবং সাফল্যের সঙ্গে তা করেও দেখিয়েছেন।
এমএসএ