ভারতে সবচেয়ে বেশি গেছে বাংলাদেশি পর্যটক
গত অর্থবছরে (২০২৩ সালের ১ এপ্রিল থেকে ২০২৪ সালের ৩১ মার্চ) ভারতে সবচেয়ে বেশি গেছে বাংলাদেশি পর্যটকরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ সময়ে পুরো বিশ্ব থেকে দেশটিতে গিয়েছিলেন প্রায় ১ কোটি পর্যটক।
যারমধ্যে বাংলাদেশি হলো ২১ লাখ ৮ হাজার ৭৩৪ জন। দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। এ দেশ থেকে ভারতে ঘুরতে গিয়েছিলেন ১৭ লাখ ৩৭ হাজার ৫৪৯ জন। তৃতীয়স্থানে থাকা যুক্তরাজ্য থেকে গেছেন ৯ লাখ ৮৬ হাজার ৯৫৪ জন। অবশ্য সংখ্যাগুলো করোনা পূর্ববর্তী সময়ের চেয়ে এখনো বেশ কম।
সংবাদমাধ্যম নিউজ-১৮ বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে, ভারতের সর্বোচ্চ পর্যটক বাংলাদেশ থেকে হলেও, গত অর্থবছরে বাংলাদেশিদের সংখ্যা আগের তুলনায় কমেছে। এছাড়া কমেছে কানাডা ও শ্রীলঙ্কান পর্যটকের সংখ্যাও। তবে দেশটিতে নেপাল ও সিঙ্গাপুরের পর্যটক বেড়েছে।
গত কয়েক বছর ধরে ভারতে সবচেয়ে বেশি যাচ্ছেন বাংলাদেশিরাই। তবে গত ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশিদের ভিসা প্রধানে বিধিনিষেধ আরোপ করে। এই সময়ের পর নতুন ভিসার সংখ্যা পূর্বের তুলনায় অনেক কমে গেছে। যা আগামী অর্থবছরে নিশ্চিতভাবে প্রভাব ফেলবে। বাংলাদেশ থেকে অনেকে ঘুরতে যাওয়ার পাশাপাশি চিকিৎসার জন্যও ভারতে যান। বাংলাদেশিদের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের কারণে কলকাতার হোটেল ও দোকানগুলো ব্যাপক লোকসানের মুখে পড়েছে। এছাড়া তাদের চিকিৎসা খাতও বড় ধাক্কা খেয়েছে।
সূত্র: নিউজ১৮
টিএম