ভিডিও: ধাক্কা মেরে বাইকচালককে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, বাইকার নিহত
বাইকআরোহী এক ব্যক্তিকে ধাক্কা মারার পর বাইকসহ বেশ কিছুটা দূর টেনে-হিঁচড়ে নিয়ে গেল একটি গাড়ি। আর এতেই গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সামভালে।
এদিকে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এছাড়া গাড়িটিকে হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।
প্রতিবেদনে বলা হয়েছে, এক মোটরসাইকেল আরোহীকে এসইউভি ধাক্কা দিয়ে এবং নিচে বেশ কিছু দূর পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়েছে বলে সোমবার পুলিশ জানিয়েছে। এই ঘটনায় ওই এসইউভি চালকের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
মূলত সোমবার সোশ্যাল মিডিয়ায় মর্মান্তিক এই ঘটনার একটি কথিত ভিডিও প্রকাশের পরে পুলিশ এ বিষয়ে পদক্ষেপ নেয়।
— Indian Things (@Indian_Things_) December 30, 2024
ভাইরাল ওই ভিডিওতে ওই এসইউভিকে মোটরসাইকেলটিকে তার নিচে টেনে নিয়ে যেতে দেখা যায়, যার ফলে রাস্তায় স্ফুলিঙ্গ হতেও দেখা যায়। স্থানীয়রা এই দৃশ্য দেখে গাড়িটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু চালক আরও গতি বাড়িয়ে দেন।
দ্রুতগামী ওই এসইউভির পেছনের উইন্ডশিল্ডে ‘গ্রাম প্রধান’ লেখা বিজেপি স্টিকার আটকানো ছিল। নিহতের নাম সুখবীর (৫০), তিনি শাহজাদ খেদা গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
নিহত ওই ব্যক্তির এক আত্মীয়ের দায়ের করা অভিযোগ অনুসারে, সুখবীর গত রোববার সন্ধ্যায় হায়াতনগর থেকে বাড়ি ফিরছিলেন। এসময় একটি গাড়ি তাকে মোরাদাবাদ রোডে ধাক্কা দেয় এবং এসইউভি চালক তাকে তার গাড়ির নীচে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়।
মূলত গাড়িটি ধাক্কা মারার পর বাইকসহ গাড়ির সামনে আটকে যান সুখবীর। পরিস্থিতি বেগতিক দেখে গাড়িচালক ওই অবস্থাতেই সুখবীরকে বাইকসহ হিঁচড়াতে হিঁচড়াতে বেশ কিছু দূর নিয়ে যান। তারপর গাড়ি ফেলে পালিয়ে যান চালক।
আরও পড়ুন
পরে উদ্ধার করে সুখবীরকে দ্রুত সামভালের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে মোরাদাবাদে রেফার করা হয়। কিন্তু সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সামভালের স্টেশন হাউস অফিসার (এসএইচও) অনুজ কুমার তোমর বলেছেন, এসইউভি চালকের বিরুদ্ধে অপরাধমূলক হত্যার একটি মামলা দায়ের করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, সুখবীরের দুই পা ভেঙে গিয়েছিল। গুরুতর আঘাতের কারণে শরীরের একাধিক জায়গা থেকে রক্তপাত হয়। তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সোমবার সেখানে মৃত্যু হয় সুখবীরের।
টিএম