ইসকনকে সন্ত্রাসী বলায় ভারতের বিশ্ববিদ্যালয়ে দুই বাংলাদেশি নিষিদ্ধ
হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নিষিদ্ধ করেছে ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এছাড়া অপর একজনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা ভারতীয় নারীকে নিয়েও অশোভন মন্তব্য করেছে বলে অভিযোগ করেছে সেখানকার অন্যান্য শিক্ষার্থীরা।
সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড গতকাল শুক্রবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গত মাসে হিন্দুধর্ম পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বাংলাদেশে ইসকন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ওই সময় ওই শিক্ষার্থীরা সংগঠনটিকে নিয়ে পোস্ট দেন।
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, মেহমুদ হাসান এবং সামিউল ইসলাম নামের দুজনকে নিষিদ্ধ করা হয়েছে। এরমধ্যে মেহমুদ বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী। অপরদিকে সামিউল এলএলবিতে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তারা দুজন বাংলাদেশেই আছেন। এই দুই শিক্ষার্থী এখানে আর ভর্তি হতে পারবেন না। আর মোহাম্মদ আরিফুর রহমান নামের অপর শিক্ষার্থী সেখানে (বিএ) অর্থনীতি নিয়ে অধ্যায়নরত এবং ভারতেই আছেন। তিনি এই কোর্সটি শেষ হওয়ার পর সেখানে আর পড়ালেখা করতে পারবেন না।
আরও পড়ুন
ইসকনকে সন্ত্রাসী সংগঠন বলা এবং ভারতীয় নারীকে নিয়ে মন্তব্য করার অভিযোগে এই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে আলীগড় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিক্ষোভ করে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এরপর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন নিয়ে গত কয়েকদিন ধরে ভারতে বাংলাদেশ বিদ্বেষ চলছে। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাংলাভাষী ভারতীয়দেরও সেখানে হেনস্তা করা হচ্ছে।
সূত্র: ডেকান হেরাল্ড