ধরা দিচ্ছে না বাঘিনী জিনাত, নাজেহাল হচ্ছেন বন দপ্তরের কর্মীরা
ভারতের ওড়িশার সিমলিপাল বাঘ প্রকল্প থেকে সম্প্রতি একটি বাঘিনী পালিয়ে পশ্চিমবঙ্গের জঙ্গলে ঢুকে পড়ে সেখানে আশ্রয় নেয়। বাঘিনীটির নাম জিনাত। এখনো পর্যন্ত বাঘিনীটিকে বাগে আনতে পারেননি বন দপ্তরের কর্মীরা। তাই সাধারণ মানুষকে ওই জঙ্গল থেকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।
জিনাতকে ধরতে এরই মধ্যে একাধিক ফাঁদ পাতা হয়েছে। তাতে ছাগল ও মহিষের মাংসের টোপ দেওয়া হয়েছে। কিন্তু সেসব ফাঁদে পা দেয়নি জিনত। বরং স্থানীয়দের গৃহপালিত ছাগল শিকার করছে। এতে আতঙ্কে রয়েছেন জঙ্গলের আশপাশের বাসিন্দারা।
পশ্চিমবঙ্গের বন্যপ্রাণ সংরক্ষণ বোর্ডের সদস্য জয়দীপ কুণ্ডু বলেন, এই বাঘ খাঁচা জিনিসটা চেনে, খাঁচাতে করেই তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল অতীতে। তাই সে খাঁচা থেকে দূরে থাকছে। আর সে এই জঙ্গল থেকে খাবার পেয়ে যাচ্ছে, তাই টোপের দিকে খুব একটা আকৃষ্ট হচ্ছে না। এখন সাধারণ মানুষকে ওই জঙ্গল থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।
আরও পড়ুন
বন্যপ্রাণ বিশেষজ্ঞ শিবাজী ভট্টাচার্য বলেন, বাঘ খুব বুদ্ধিমান প্রাণী। নিজের এলাকার ছেড়ে সে যখন বেরিয়েছে, তার মানে বুঝতে হবে খুব সতর্ক রয়েছে। সতর্ক মানুষকে দিয়ে যেমন ইচ্ছা মতো কাজ করানো যায় না, এই বাঘিনীকেও করানো যাচ্ছে না। হয়তো ওর ফাঁদে পড়ার পুরোনো অভিজ্ঞতা আছে, তাই ফাঁদে ধরা দিচ্ছে না। টোপের খাবার খেয়ে পালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বাঘ একা থাকতে ভালোবাসে। একমাত্র প্রজননের সময় সে সঙ্গী খুঁজে বেড়ায়। বেড়াল প্রজাতির প্রাণীদের মধ্যে ফিমেলরা স্বয়ংবরা হয়। তারা নিজেরাই সঙ্গী খুঁজে নেয়। এই বাঘিনী সেই তাগিদে সম্ভবত কোনো বাঘকে খুঁজে বেড়াচ্ছে। পছন্দের বাঘ না মেলায় সে একটার পর একটা এলাকা অতিক্রম করে এই রাজ্যে এসে উপস্থিত হয়েছে।
গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাড়োবা-আন্ধারী বাঘ প্রকল্প থেকে ওড়িশার ময়ুরভঞ্জ জেলার সিমলিপাল বাঘ প্রকল্পের জন্য আনা হয় তিন বছরের জিনাতকে। সেখানে বাঘিনীটিকে পরানো হয় রেডিও কলার। কিন্তু সিমলিপাল বাঘ প্রকল্প থেকে পাশের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে ঢুকে পড়ে সেটি। গত রোববার বাঘিনীটি চলে যায় বন্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে।
রেডিও কলার থাকায় জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে জিনাতের গতিবিধি জানা সম্ভব হয়েছে। কিন্তু মানুষের সুরক্ষার জন্য এখন শুধু জিপিএস নজরদারির ওপর ভরসা করে বসে থাকতে চাইছেন না বন বিভাগের কর্মকর্তারা। ইতোমধ্যেই জিনাতের অবস্থান করা ওই জঙ্গলে কয়েকটি স্মার্ট ক্যামেরা বসিয়েছেন তারা।
এমএ