পাকিস্তানে পোলিও টিকা কর্মসূচিতে হামলা, পুলিশ-টিকাকর্মী নিহত
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার এই কর্মসূচি শুরুর দিনই বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন টিকাদান কর্মসূচির নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ টিমের এক সদস্য এবং একজন টিকাকর্মী।
এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার কারাক এবং বান্নু— দুই জেলায় ঘটেছে হামলা। কারাক জেলার বান্দা দাউদ শাহ উপজেলার শাকার খেল এলাকায় পোলিও টিকাদান কর্মসূচী টিমের ওপর ঘটে প্রথম হামলাটি। এতে টিমের নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ দলের এক সদস্য ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত হন একজন টিকাদান কর্মী।
কারাকে প্রথম হামলার কিছু সময় পর বান্নু জেলার কালা খেল উপজেলার মাস্তি খান এলাকায় টিকাদান টিমকে লক্ষ্য করে বন্দুক হামলা হয়, এতে নিহত হয়েছেন একজন টিকাকর্মী।
আফগানিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে খাইবার পাখতুনখোয়ার। রাজ্যটিতে পাকিস্তানের কট্টরপন্থি রাজনৈতিক দল তেহরিক-ই তালিবান পাকিস্তান বা টিটিপি যথেষ্ট সক্রিয়। গত কয়েক বছরে যেসব সন্ত্রাসী হামলা খাইবার পাখতুনখোয়ায় হয়েছে, সেসবের অধিকাংশের জন্যই দায়ী টিটিপি।
তবে সোমবারের হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি টিটিপি বা অন্য কোনো গোষ্ঠী। পুলিশ জানিয়েছে, হামলার পরপরই ঘটনাস্থল ত্যাগ করেছে বন্দুকধারী। হামলাকারীদের গ্রেপ্তার এবং এ হামলার নির্দেশদাতাদের ধরতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে প্রাদেশিক পুলিশ।
খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মেয়ে এবং দেশটির ফার্স্ট লেডি আসিফা ভুট্টো জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, “যে কোনো ধরনের কাপুরুষোচিত হামলা, যা আমাদের শিশুদের পোলিও থেকে সুরক্ষাকে অনিশ্চিত করে— কঠোরভাবে নিন্দনীয়। আমি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। কোনো প্রকার সহিংসতা পোলিও’র বিরুদ্ধে আমাদের লড়াইকে থামাতে পারবে না।”
বিশ্বের প্রায় সব দেশ থেকে পোলিও নির্মূল হয়ে গেছে এই শতকের শুরুর দিকেই, তবে আফগানিস্তান এবং পাকিস্তানে এই রোগটি এখনও রয়ে গেছে। প্রতি বছরই এ দুই দেশের সরকার পোলিও টিকাদান কর্মসূচি ঘোষণা করে, আর প্রতিবারই হামলার শিকার হয় সরকারের টিকাদান টিম। পুলিশি প্রহরাও টিকাদান কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।
গত মাসে দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মাসটাঙ চেলায় পোলিও টিকাদান কর্মসূচিকে লক্ষ্য করে বন্দুক হামলা হয়েছিল। এতে এক পুলিশ ও পাঁচজন শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছিলেন।
সূত্র : জিও টিভি
এসএমডব্লিউ