ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করব, ঘোষণা এফবিআই পরিচালকের
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে।
অবশ্য ট্রাম্প তাকে ইতোমধ্যেই বরখাস্তের ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুত্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন, তিনি প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করবেন। ট্রাম্প আগামী মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করবেন এবং ক্রিস্টোফার রে-কে বরখাস্ত করবেন বলে ইতোমধ্যেই তিনি ইঙ্গিতও দিয়েছেন।
বিবিসি বলছে, স্থানীয় সময় বুধবার এফবিআইয়ের অভ্যন্তরীণ এক সভায় পরিচালক ক্রিস্টোফার রে এই ঘোষণা দেন। কয়েক সপ্তাহ ধরে বিষয়টি বিবেচনার পরে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
ট্রাম্প অবশ্য ইতোমধ্যেই কাশ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে মনোনীত করেছেন। কাশ প্যাটেল হচ্ছেন ট্রাম্পের বিশ্বস্ত ও অনুগত ব্যক্তিদের একজন এবং সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই পদে যোগ দেবেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত প্যাটেল অবশ্য “নাটকীয়ভাবে” এফবিআইয়ের কর্তৃত্ব সীমিত করার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, এফবিআই পরিচালক পদে ক্রিস্টোফার রে-কে ২০১৭ সালে ১০ বছর মেয়াদে মনোনীত করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার পর সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্তের কারণে রিপাবলিকানদের কাছ থেকে সমালোচনার মুখোমুখি হয়েছেন ক্রিস্টোফার।
বুধবার এফবিআইয়ের বৈঠকে বক্তৃতাকালে রে বলেন: “আমি সিদ্ধান্ত নিয়েছি, ব্যুরোর জন্য আমার জন্য সঠিক পদক্ষেপটি হচ্ছে— জানুয়ারিতে বর্তমান প্রশাসনের শেষ পর্যন্ত কাজ করা এবং তারপরে পদত্যাগ করা।
তিনি আরও বলেছেন, “আমার দৃষ্টিতে, ব্যুরোকে আরও হাঙ্গামার গভীরে টেনে নেওয়া এড়াতে এটিই সর্বোত্তম উপায়।”
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, পদত্যাগ নিয়ে এই মন্তব্যের পর ক্রিস্টোফার রে সবার কাছ থেকে অভিনন্দন পেয়েছিলেন, তবে শ্রোতাদের মধ্যে কেউ কেউ কাঁদছিলেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে দেশটির প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।
আরও পড়ুন
অবশ্য নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। তবে এর আগেই নিজের প্রশাসন সাজাবেন তিনি।
মূলত নির্বাচিত হওয়ার পর নতুন করে প্রায় চার হাজার পদে নিয়োগ দিতে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। সেই তালিকায় মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পর্যন্ত নির্ধারণ করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর একে একে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবেন তাদের নাম ঘোষণা করছেন।
এরই অংশ হিসেবে সম্প্রতি ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তিনি ট্রাম্পের বিশ্বস্ত ও অনুগত ব্যক্তিদের একজন এবং ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ভূমিকা পালন করেছিলেন কাশ প্যাটেল।
টিএম