আগামী সপ্তাহে ভারতের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তনের আভাস
নভেম্বর মাসে পুরো সময়েই উত্তর থেকে পূর্ব ভারতের রাজ্যগুলো ছিল স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ। ডিসেম্বরেও এখন পর্যন্ত ঠান্ডা প্রায় নেই বললেই চলে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরেই রয়েছে। এরইমধ্যে এবার ঠান্ডা নিয়ে নতুন তথ্য দিল ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।
আইএমডির আবহাওয়াবিদদের মতে, দেশে শীতের প্রভাব আগামী সপ্তাহেই আঁচ পাওয়া যাবে। এই সময় পশ্চিমা বাতাস দেশের উত্তরের পাহাড়ি এলাকায় সক্রিয় হয়ে উঠবে। যার জেরে ঠান্ডা জেঁকে বসার আশঙ্কা করা যাচ্ছে।
যদিও এরইমধ্যে জম্মু ও কাশ্মীরের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। আইএমডিও শিগগিরই সেখানে তীব্র শীতের পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাস অনুসারে, জম্মু ও কাশ্মীরে ভারী তুষারপাত শুরু হবে, যে কারণে উত্তর-পশ্চিমা বাতাস দ্রুত সমতলের দিকে এগোবে।
আবহাওয়াবিদরা বলছেন, সামনের দিনে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে, তবে তা স্থিতিশীল থাকবে সাত ডিগ্রির কাছাকাছি। কিন্তু ৭ থেকে ৮ ডিসেম্বরের দিকে জম্মু ও কাশ্মীরের পাহাড়ে তৈরি হতে যাওয়া বৈরী আবহাওয়া সেখানে ভারী তুষারপাত ঘটাবে।
অন্যদিকে, স্কাইমেট ওয়েদার অনুসারে, আগামী ২৪ ঘণ্টায় কেরালা, কর্ণাটক উপকূল, তামিলনাড়ুর কিছু অংশ এবং দক্ষিণ কর্ণাটকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তামিলনাড়ু, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় ওড়িষ্যা, দক্ষিণ ছত্তিশগড়, তেলেঙ্গানা, লক্ষদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
জেডএস