গিনিতে ফুটবল স্টেডিয়ামে সংঘর্ষে নিহত ৫৬
রেফারির বিতর্কিত সিদ্ধান্তের জেরে পশ্চিম আফ্রিকার দেশ গিনির এনজেরেকোরে শহরের একটি ফুটবল স্টেডিয়ামে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। শেষ খবর অনুযায়ী, এতে নিহত হয়েছেন ৫৬ জন দর্শক।
এনজেরেকোরে গিনির বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি। সেখানে গিনির সামরিক সরকার প্রধান মামাদি দৌমবৌয়ার সম্মানে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সোমবার ছিল সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে ঘটেছে এই ঘটনা।
ম্যাচের দুই দলের সমর্থকদের লাঠি ও পাথরের আঘাতে মৃত্যু হয়েছে কয়েক জনের, আবার বেশ কয়েকজন পদ দলনের শিকার হয়েও মারা গেছেন। বার্তাসংস্থা রয়টার্স একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বহু মানুষ স্টেডিয়ামের উঁচু দেওয়াল পার হওয়ার চেষ্টা করছেন।
আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা গেছে স্টেডিয়ামে নিহতদের এক সারিতে শোয়ানো হয়েছে এবং তাদের একটি বড় অংশই শিশু ও অপ্রাপ্তবয়স্ক। এনজেরেকোরে নগর প্রশাসনের এক কর্মকর্তাও স্বীকার করেছেন যে নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে।
গিনির বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট ন্যাশনাল অ্যালায়েন্স ফর চেঞ্জ অ্যান্ড ডেমোক্রেসি এই সংঘর্ষের জন্য আয়োজক কমিটি ও নিরাপত্তা বাহিনীর অবহেলা এবং অদক্ষতাকে দায়ী করেছে। সরকারের পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত এ ইস্যুতে কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ