‘ইউএনসিসিডি কপ-১৬’ সৌদির রিয়াদে শুরু হচ্ছে আজ
জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট মরুকরণ (ইউএনসিসিডি) ষোড়শ অধিবেশনের কনফারেন্স অফ দ্য পার্টিজ (কপ-১৬) সম্মেলন সৌদি আরবের রিয়াদে আজ সোমবার (২ ডিসেম্বর) শুরু হতে যাচ্ছে।
‘আমাদের ভূমি, আমাদের ভবিষ্যৎ’ থিমের অধীনে সম্মেলনটি আজ ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এদিন স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় রাজধানী রিয়াদের বুলেভার্ড রিয়াদ সিটি প্লেনারি হলে হবে উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনের মূল উদ্দেশ্যগুলো এবং ভূমি-সম্পর্কিত চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বিশ্বব্যাপী সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হবে।
ইউএনসিসিডি কপ-১৬ বিশ্বব্যাপী উচ্চাকাঙ্ক্ষা বাড়াতে এবং জনকেন্দ্রিক পদ্ধতির মাধ্যমে ভূমি ও খরা স্থিতিস্থাপকতার ওপর পদক্ষেপ ত্বরান্বিত করার জন্য সুন্দর মুহূর্ত উপস্থাপন করে।
ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডেজার্ট ফিকেশন (ইউএনসিসিডি) হল জলবায়ু ও জীববৈচিত্র্যের পাশাপাশি রিও কনভেনশন নামে পরিচিত তিনটি প্রধান জাতিসংঘের চুক্তির একটি।
কনফারেন্স অফ দ্য পার্টিজ (কপ) হলো ইউএনসিসিডি-এর ১৯৭টি পক্ষ-১৯৬টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা।
ইউএনসিসিডি-এর ৩০তম বার্ষিকীর সঙ্গে মিল রেখে কপ-১৬ হতে যাচ্ছে সবচেয়ে বড় ইউএন ভূমি সম্মেলন। কপ-১৬ মানুষ ও গ্রহের সুবিধার জন্য ভূমি পুনরুদ্ধার এবং খরা স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য বিনিয়োগ এবং পদক্ষেপকে ত্বরান্বিত করার জন্য একটি নতুন বিশ্ব প্রতিশ্রুতি চিহ্নিত করা হবে।
এমএসআই/এএমকে