সীমান্ত বন্ধ হওয়ার গুজব, তড়িঘড়ি ভারত থেকে দেশে ফিরছেন বাংলাদেশিরা
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার সীমান্ত চেকপোস্ট প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত বাংলাদেশে প্রবেশ করেছেন রাধারাণী মণ্ডল। বাংলাদেশি এই নারী ও স্কুল শিক্ষিকা ভারতে তার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। ভারতে থাকা অবস্থায় বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি-ধামকিসহ কিছু গুজব শোনার পর দ্রুত দেশে ফিরে এসেছেন তিনি।
রাধারাণী মণ্ডলের মতো অনেক বাংলাদেশি যারা বিভিন্ন কাজে ভারতে গিয়েছিলেন তারা তড়িঘড়ি করে ফিরে আসছেন। তাদের বেশিরভাগই শুনেছেন ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেবে ভারতীয় উগ্রবাদীরা। এ কারণে সীমান্তে ফিরতি বাংলাদেশিদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
রোববার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ফরিদপুরের বাসিন্দা রাধারাণী গত ২২ নভেম্বর ভারতে আত্মীয়ের বাড়িতে যান। এর তিনদিন পর বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর ভারতে এ নিয়ে ব্যাপক মাতামাতি শুরু হয়। হিন্দুত্ববাদী দলগুলো সীমান্ত বন্ধ করে দেওয়াসহ বিভিন্ন হুমকি দেয়। এসব শুনেই তিনি দ্রুত আবার বাংলাদেশে ফিরে এসেছেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক মুখপাত্র জানিয়েছেন, সীমান্ত বন্ধ করার সব তথ্য ‘ভিত্তিহীন গুজব’। তিনি বলেছেন, “যাদের বৈধ কাগজপত্র আছে তাদের জন্য সীমান্ত খোলা আছে। তবে যারা অনুপ্রবেশের চেষ্টা চালাবে তাদের আটকে দেওয়া হবে।”
চট্টগ্রাম থেকে ভারতে যাওয়া সুকুমার টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন. “আমি গত সপ্তাহে হাবরায় যাই আমার অসুস্থ ভাইকে দেখতে। আমার পরিবার চট্টগ্রামে আছে। সেখানে পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। এসবের মধ্যেই আমাকে ভারতে যেতে হয়েছে।”
কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরের পেট্রাপোল বন্দরের বাংলাদেশ-ভারত সীমান্ত এখন বেশ ব্যস্ত। এই সীমান্ত দিয়ে শত শত বাংলাদেশি দেশে ফিরছেন। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতীয়রা নিজ দেশে যাচ্ছেন।
ব্যবসা ও ভ্রমণের কাজে ভারতে যাওয়া তরুণদের একটি দলও জানিয়েছেন, তারা সীমান্ত বন্ধ করার হুমকি শোনার পর দেশে ফিরে আসছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমটিআই