আসামে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকা থেকে অন্তত পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার আসাম পুলিশ ওই পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে।
দেশটির সংবাদমধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আসাম পুলিশ আন্তর্জাতিক সীমান্তের কাছে অবৈধ অনুপ্রবেশকারী পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নূর ইসলাম, মো. ইমরান, ইয়াসমিন আক্তার, ইশমো তারা আক্তার এবং মো. বাবুল হুসেইন। পরে এই বাংলাশিদের ফেরত পাঠিয়েছে আসাম পুলিশ।
কয়েক দিন আগে আসামের করিমগঞ্জ জেলা থেকে জাহানারা বেগম এবং মাসকান্দ আলী নামের দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। পরে দু’জনকেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বাংলাদেশে লাগোয়া আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখতে আসাম পুলিশের চলমান প্রচেষ্টার প্রশংসা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
সূত্র: ইন্ডিয়া টুডে।
এসএস