শ্মশানে দাহ করার আগ মুহূর্তে নড়ে উঠলেন যুবক
মরদেহ নিয়ে যাওয়া হয়েছে শ্মশানে। সব প্রস্তুতি সম্পন্ন। শুধু দেওয়া হবে আগুন। ঠিক তখনই নড়ে উঠেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রোহিতাস কুমার নামের ২৫ বছর বয়সী ওই যুবক বধির ছিল। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর বৃহস্পতিবার রাজস্থানের ঝুনঝুনর-এর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে নেওয়ার পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই যুবকের খিঁচুনি হয়েছিল। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুবকের স্বজনদের বলা হয় হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ নিরূপণে ময়না তদন্ত করার কথা থাকলেও সেটি করেননি চিকিৎসক। এর বদলে মরদেহটি সরাসরি মর্গে পাঠানো হয়। এরপর সেখান থেকে তার দেহটি দাহ করার জন্য নিয়ে যান তার স্বজনরা।
ওই হাসপাতালের প্রধান চিকিৎসক ডাক্তার সিং এএফপিকে জানিয়েছেন, ওই সময় যে চিকিৎসকরা দায়িত্ব পালন করছিলেন তারা ময়নাতদন্ত না করেই ভুয়া রিপোর্ট দিয়েছিলেন এবং মরদেহটি দাহ করার জন্য পাঠানো হয়েছিল।
ডাক্তার সিং আরও জানিয়েছেন, মরদেহটি দাহ করার জন্য আগুন দেওয়ার ঠিক আগ মুহূর্তে ওই যুবকের দেহ নড়া শুরু করে। ওই সময় সে জীবিত ছিল এবং শ্বাসপ্রশ্বাস নিচ্ছিল।
এরপর তাকে দ্রুত আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরেরদিন শুক্রবার সত্যিই সে মারা যায়।
এ ঘটনার পর তিন চিকিৎসকে তাদের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
সূত্র: এএফপি
এমটিআই