কাজের কথা বলে নারীদের দিয়ে অবৈধ কাজ, একাধিক বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ৩০ ও ৩৪ বছর বয়সী দুই বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে। গত ১৮ নভেম্বর তাদের উদ্ধার করা হয়। এই নারীদের দিয়ে অবৈধ কাজ করাচ্ছিল একটি বাংলাদেশি চক্র।
গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বার্নামা।
ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে বলেছে, পুত্রজায়ার সদর দপ্তরের বিশেষ অভিযান বিভাগ এবং গোয়েন্দা কর্মকর্তারা দুপুরে এ অভিযান চালায়।
এতে প্রথমে ৩৬ বছর বয়সী এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বলা হচ্ছে, তিনি এই সিন্ডিকেটের প্রধান। যেখানে অভিযান চালানো হয় সেখানে পতিতাবৃত্তির কাজ চলত।
এরপর আরও তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। যার মধ্যে দুজন সিন্ডিকেটের সদস্য। অপরজন খদ্দের।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সিন্ডিকেটের লক্ষ্য হলো বিদেশি নারী— বিশেষ করে বাংলাদেশি। তারা উদ্ধারকৃত ওই দুই নারীকে প্রতিমাসে ২ হাজার রিঙ্গিত বেতন দেওয়ার কথা বলে বাংলাদেশ থেকে নিয়ে আসে। কিন্তু এরবদলে জোরপূর্বক তাদের দিয়ে দেহব্যবসা করানো হচ্ছিল।
বাংলাদেশ থেকে আসার পর প্রথমে এই দুই নারীকে একটি জায়গায় নেওয়া হয়। এরপর দেহব্যবসা করানোর জন্য আরেক জায়গায় স্থানান্তর করে সিন্ডিকেটটি।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এই দুই নারীকে অন্তত এক মাস ধরে এই অবৈধ কাজ করানো হয়েছে। এই সময়ে তাদের কোনো অর্থ দেওয়া হয়নি। শুধুমাত্র খাবার এবং পানি দেওয়া হয়েছে।
এমটিআই