ফেসবুকে ভাইরাল ইসরায়েলি হামলার ভিডিও, কী ঘটেছিল সেখানে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে দখলদার ইসরায়েলের একটি হামলার ভিডিও। এতে দেখা যাচ্ছে দিনদুপুরে মিসাইল এসে আঘাত হানছে জনবহুল এলাকায়। মিসাইলটি আঘাত করার পরপর অনেককে দৌড়ে সরে যেতে দেখা যায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভয়াবহ ওই মিসাইল হামলার ঘটনা ঘটেছে গাজার খান ইউনিসের একটি কথিত ‘নিরাপদ জোনে’। দখলদার ইসরায়েলই এই স্থানকে নিরাপদ জোন হিসেবে ঘোষণা করে সাধারণ মানুষকে সেখানে যেতে বলেছিল। আবার তারাই সেখানে দিনে দুপুরে মিসাইল ছুড়েছে।
যেখানে মিসাইলটি ছোড়া হয়েছে সেখানে বাস্তুচ্যুত মানুষ অস্থায়ী তাঁবু তৈরি করে বসবাস করছেন। ওই মিসাইল হামলার পর অন্তত এক হাজার তাঁবু ধ্বংস হয়ে যায়। এছাড়া মিসাইলটির আঘাতে এক শিশুর মৃত্যু ও বেশ কয়েকজন আহত হন।
আলজাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, মিসাইলটির আঘাতে তৈরি হয়েছে বিশাল একটি গর্ত। এটি কতটা শক্তিশালী ছিল তা গর্তের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।
সূত্র: আলজাজিরা
এমটিআই