লেবাননে লড়াইয়ে ৬ ইসরায়েলি সৈন্য নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলির সামরিক বাহিনীর অন্তত ছয় সৈন্য নিহত হয়েছেন। বুধবারের এই লড়াইয়ে আরও একাধিক ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে সৈন্যদের হতাহতের এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে চলমান তীব্র সহিংসতার মাঝে দক্ষিণ লেবাননে এই লড়াইয়ের ঘটনা ঘটেছে।
আইডিএফ বলেছে, দক্ষিণ লেবাননের সীমান্তের ওপারের একটি গ্রামে প্রবেশের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানকার একটি ভবনে আগে থেকে লুকিয়ে থাকা হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সৈন্যরা প্রাণ হারিয়েছেন। গত সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হওয়া বিস্তৃত অভিযানের পর এটিই ইসরায়েলি বাহিনীর এক দিনে দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক সৈন্যের প্রাণহানির ঘটনা।
নিহত সৈন্যরা ইসরায়েলের সামরিক বাহিনীর গোলানি ব্রিগেনের ৫১তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন বলে বিবৃতিতে জানিয়েছে আইডিএফ। প্রাথমিক তদন্তের পর আইডিএফ বলেছে, লেবাননের একটি গ্রামের এক ভবনের ভেতরে কমপক্ষে চার হিজবুল্লাহ যোদ্ধা লুকিয়ে ছিলেন। এ সময় সেখানে সৈন্যরা প্রবেশ করতে গেলে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে সৈন্যরা নিহত হন।
লড়াইয়ের সময় আরও এক সৈন্য আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান বলেছে, লড়াইয়ে হিজবুল্লাহর চার যোদ্ধাও নিহত হয়েছেন। এর আগে, গত ২ অক্টোবর হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে অন্তত আট ইসরায়েলি সেনা নিহত হন। লেবাননে অভিযান শুরুর পর এটিই ছিল একদিনে সবচেয়ে বেশিসংখ্যক ইসরায়েলি সৈন্যের প্রাণহানির ঘটনা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, গত বছরের ৭ অক্টোবর গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৯২ জন ইসিরায়েলি সৈন্য নিহত হয়েছেন। এই সৈন্যদের মধ্যে ৩৯৩ জনই মারা গেছেন দক্ষিণ লেবাননে; হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনার সময়।
এসএস