লেবাননে এ পর্যন্ত নিহত ৪৭ ইসরায়েলি সেনা
গত ৩০ সেপ্টেম্বর লেবাননে ইসরায়েলের স্থল বাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেড় মাসে সেখানে নিহত হয়েছেন ৪৭ জন ইসরায়েলি সেনা। সর্বশেষ বুধবার ৬ জন সেনা প্রাণ হারিয়েছেন লেবাননে।
এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, বুধবার নিহত এই ৬ সেনা ইসরায়েলের সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের অন্তর্ভূক্ত ছিলেন। দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালানোর সময় নিহত হয়েছেন তারা।
নিহতরা হলেন ক্যাপ্টেন ইতায় মার্কোভিচ (২৪), স্টাফ সার্জেন্ট সারিয়া এলোবিম (২১), স্টাফ সার্জেন্ট ডিরোর হেন (২০), স্টাফ সার্জেন্ট নির গোফের (২০), স্টাফ সার্জেন্ট শালেভ ইৎজহাক সাগ্রোন (২১) এবং স্টাফ সার্জেন্ট ইয়োয়াভ ড্যানিয়েল (১৯)।
গতকাল ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক ভাষণে বলেছিলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে কোনো ছাড় দেবে না প্রতিরক্ষা বাহিনী। তিনি ভাষণ শেষ করার কিছুক্ষণ পরেই বিবৃতি দিয়েছে আইডিএফ।
২০২৩ সালের অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস অতর্কিত হামলা চালানোর পর হামাসকে নির্মূলের উদ্দেশে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। এদিকে গাজায় আইডিএফের অভিযান শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ; পাল্টা জবাব হিসেবে দক্ষিণ লেবাননে রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইডিএফও।
এক বছরেরও বেশি সময় ধরে গাজায় অভিযান চালিয়ে হামাসকে দুর্বল করার পর গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযান শুরুর ৭ দিনের মধ্যে নিহত হন হিজবুল্লাহর শীর্ষ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহসহ গোষ্ঠীটির অধিকাংশ শীর্ষ নেতা ও কমান্ডার। ফলে গোষ্ঠীটির চেইন অব কমান্ড এক অর্থে প্রায় ভেঙে যায়। ৩০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থলবাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক বছর ধরে লেবানন-ইসরায়েল সীমান্ত সংঘাতে এবং সেপ্টেম্বর থেকে ইসরায়েলি বিমান ও সেনাবাহিনীর অভিযান শুরুর পর দেশটিতে নিহত হয়েছেন ৩ হাজার ৩৬০ জন এবং আহত হয়েছেন ২৭ হাজারেরও বেশি। সেই সঙ্গে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন ৩ লক্ষাধিক লেবানিজ।
এদিকে বুধবার এক বিবৃতিতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আইডিএফের সদরদপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী থেকে অবশ্য এ ইস্যুতে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র : এএফপি, টাইমস অব ইসরায়েল
এসএমডব্লিউ