ইসরায়েলি হামলায় লেবাননের সাবেক প্রধানমন্ত্রীর হত্যাকারী নিহত
দখলদার ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার সেলিম জামিল আয়াস। সৌদির সংবাদমাধ্যম আল-আরাবিয়া রোববার (১০ নভেম্বর) জানিয়েছে সেলিম জামিল সম্প্রতি নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসমর্থিত খবরে জানা গেছে, হিজবুল্লাহর এই কমান্ডার সিরিয়ার আল-কুসায়ের শহরে নিহত হয়েছেন।
সেলিম জামিল আয়াস লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন। এই হত্যাকাণ্ডের জন্য ২০২০ সালে জাতিসংঘের সমর্থিত একটি আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। যেহেতু তিনি আটক ছিলেন না তাই তার অনুপস্থিতেই রায় দেওয়া হয়।
২০০৫ সালে লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলের বাইরে বোমা বিস্ফোরণে নিহত হন রফিক হারিরি। সুন্নি মুসলিম সম্প্রদায়ের এই সাবেক প্রধানমন্ত্রী লেবানন থেকে সিরিয়ার সেনাদের প্রত্যাহারের আন্দোলন করছিলেন। পরবর্তীতে জানা যায় সিরিয়ার সেনাদের প্রত্যাহারের দাবি জানানোয় শিয়াপন্থি হিজবুল্লাহ তাকে হত্যা করেছে। রফিক হারিরিকে হত্যার পর সিরিয়ার সেনা প্রত্যাহারের আন্দোলন আরও ত্বরান্বিত হয়। ১৯৭৬ সাল থেকে লেবাননে অবস্থান করছিল সিরীয় বাহিনী।
সেলিম জামিলের মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়েরে তথ্য অনুযায়ী, হিজবুল্লাহর ১৫১ গুপ্তহত্যাকারী ইউনিটের একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন সেলিম জামিল।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই