ভিডিও : প্যারোলে মুক্তি পাওয়া আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা
ভারতে প্যারোলে মুক্তি পাওয়া এক আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই ব্যক্তি নিজেও একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন এবং কয়েকদিন আগেই তিনি প্যারোলে মুক্তি পেয়েছিলেন।
গত বৃহস্পতিবার বিকেলে তাকে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গোয়ালিয়র জেলায়। এদিকে হত্যাকাণ্ডের এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
রোববার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
— NDTV (@ndtv) November 10, 2024
প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা-ভিত্তিক গ্যাংস্টার আরশদীপ সিং ডাল্লার দুই সহযোগী মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গত মাসে পাঞ্জাবের ফরিদকোটে শিখ কর্মী গুরপ্রীত সিং হরি নাউ-এর হত্যা মামলায়ও তারা জড়িত ছিলেন।
এনডিটিভি বলছে, গোয়ালিয়রে প্রকাশ্য রাস্তায় গুলিতে নিহত ওই ব্যক্তিকে যশবন্ত সিং গিল হিসাবে চিহ্নিত করা হয়েছে। ২০১৬ সালের একটি হত্যা মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন এবং গত বৃহস্পতিবার তাকে বাড়ির বাইরে গুলি হত্যা করা হয়। সিসিটিভিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ধরা পড়েছে।
— NDTV MP Chhattisgarh (@NDTVMPCG) November 8, 2024
ভিডিওটিতে প্রথমে দেখা যাচ্ছে, যশবন্ত সিং গিল তার বাড়ির বাইরে দুই ব্যক্তির সঙ্গে কথা বলছেন। এরপর মোটরসাইকেলে করে দুই আসামি সেখানে আসে এবং তাদের একজন তাকে গুলি করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত না হওয় পর্যন্ত বন্দুকধারী তার দিকে গুলিবর্ষণ করতে থাকে।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের পাঞ্জাবের মোহালি জেলার খারর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী-ঘোষিত আরশদীপ সিং ডাল্লা তাদের এই দুটি হত্যাকাণ্ড ঘটাতে বলেছে বলে তদন্তে জানা গেছে।
আরও পড়ুন
সংবাদমাধ্যম বলছে, যশবন্ত সিং গিলকে ২০১৬ সালের একটি খুনের মামলায় আদালতে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। ২০১৮ সাল থেকে জেল খাটছেন তিনি। সম্প্রতি কিছু দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন।
গত বৃহস্পতিবার বিকেলে তার বাড়ির কাছে বাইকে চড়ে দুজন আসেন। তারাই ওই ব্যক্তিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালান। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
টিএম