ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী
দখলদার ইসরায়েলের একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হার্মেস ৪৫০ নামের ড্রোনটি দিয়ে লেবাননে গোয়েন্দা কর্মকাণ্ড চালাচ্ছিল দখলদাররা। হিজবুল্লাহ জানিয়েছে, এটি ভূপাতিত করতে ব্যবহার করা হয়েছে সারফেস টু এয়ার মিসাইল।
সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ড্রোনটি ভূপাতিত করার পর এটি গিয়ে পড়ে নাবাতিহ নামক একটি এলাকায়। এরপর সেখানে যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় দখলদাররা।
এছাড়া লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের আল-আবাদ নামের একটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে মিসাইল ছোড়ার দাবিও করেছে হিজবুল্লাহ। এছাড়া অবৈধ বসতি মানারা লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। আরেক অবৈধ বসতি কিরাত সামোনাতে রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।
গত ২৬ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে লেবাননে ২ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল।
অপরদিকে এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় বর্বরতা চালিয়ে ৪৩ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে দখলদার সেনারা। তা সত্ত্বেও সেখানে তাদের বর্বরতা থামছে না।
আজ শনিবার (৯ নভেম্বর) লেবাননের তায়ারে ইসরায়েলি হামলায় নতুন করে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৪৬ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দুটি মেয়ে শিশুও আছে। আড়াই হাজার বছর পুরোনো এই শহরটি জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের অংশ।
সূত্র: আলজাজিরা
এমটিআই