মেক্সিকোতে দুই সাংবাদিককে গুলি করে হত্যা
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ২৪ ঘণ্টার মধ্যে দুই সাংবাদিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির সরকারি কর্মকর্তারা এই হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোলিমাতে বুধবার দুপুরে এক সাংবাদিক গুলিতে নিহত হন। সেখানকার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই তথ্য। নিহত সাংবাদিকের নাম প্যাত্রিসিয়া রামিরেজ। তিনি বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে সাংবাদিকদের সুরক্ষা সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশটিতে আরেকজন সাংবাদিক খুন হয়েছেন। মঙ্গলবার রাতে দেশটির একটি অনলাইন সংবাদমাধ্যমের প্রধানকে গুলি করে হত্যা করা হয়। বিশ্বের মধ্যে সাংবাদিকদের জন্য অন্যতম বিপজ্জনক রাষ্ট্র মেক্সিকো।
ক্লাউডিয়া সেইনবাউম রাষ্ট্রপতি হওয়ার পর মেক্সিকোতে সাংবাদিক নিহতের ঘটনা এটাই প্রথম। চলতি মাসের শুরুতে দায়িত্ব নেওয়ার সময় তিনি সহিংসতা এবং অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সাংবাদিক মাউরিসিও ক্রুজ মিচোয়াকান প্রদেশের উরুয়াপান শহরে গুলিতে নিহত হন। সেই ঘটনায় আরেক ব্যক্তি আহত হয়েছেন বলেও জানিয়েছেন প্রদেশের সরকারি কৌঁসুলি।
উরুয়াপানে বিভিন্ন মাদক বিক্রেতা গোষ্ঠীর মধ্যে এবং তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় শিরশ্ছেদের মতো ভয়াবহ অপরাধও ঘটে। ক্রুজের সংবাদপত্র মিনুতোএকিসমিনুতো মিচোয়াকানে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করা হয়েছে। সেখানে একটি লাইভ ভিডিও দেখানো হয়েছে যেটি তার মৃত্যুর কয়েক মিনিট আগে ধারণ করা হয়েছিল।
যদিও দেশজুড়ে একের পর এক সহিংস ঘটনা ঘটছে তা সত্ত্বেও নতুন প্রেসিডেন্ট সেইনবাউম মাদক গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরকার নতুন করে যুদ্ধ শুরু করবে না বলে ঘোষণা দিয়েছেন।
এসএস