বল লেগে চোখ নষ্ট হয়ে গেছে গলফারের
গলফের শক্ত বল লেগে বাম চোখ নষ্ট হয়ে গেছে অস্ট্রেলিয়ান গলফার জেফরে গুয়ানের। গত মাসে একটি প্রো-এম টুর্নামেন্টে ‘অদ্ভুত’ দুর্ঘটনায় চোখ হারান তিনি।
২০ বছর বয়সী এই গলফারের গত মাসে পিজিএ ট্যুরে অভিষেক হয়। এর এক সপ্তাহ পরেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর নিউ সাউথ ওয়েলসের একটি হাসপাতালে তার চোখে অস্ত্রোপচার হয়। দ্বিতীয় অস্ত্রোপচারের জন্য তাকে সিডনিতে স্থানান্তর করা হয়। এর আগে দুই সপ্তাহ নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন তিনি।
তরুণ এই গলফার জানিয়েছেন, চিকিৎসকরা বলেছেন তিনি বাম চোখে আর কখনো দেখতে পারবেন এমন সম্ভাবনা খুবই কম।
তবে এমন বিরল দুর্ঘটনায় পড়া এই গলফার জানিয়েছেন তিনি আবারও গলফ কোর্টে ফিরে আসবেন।
তিনি অস্ট্রেলয়ার জুনিয়র অপেশাদার প্রতিযোগিতায় দুইবার চ্যাম্পয়ন হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পিজিএ ট্যুরে অভিষেকের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করেন গুয়ান। সেখানে বিশ্বসেরা সব গলফার অংশ নিয়েছিলেন।
পিজিএ ট্যুর থেকে ফিরে এসে নিউ সাউথ ওয়েলসে প্রো-এম টুর্নামেন্টে অংশ নেন তিনি। সেখানেই ঘটে যায় তার জীবনের সবচেয়ে খারাপ ঘটনাটি।
তিনি জানিয়েছেন, টুর্নামেন্টটিতে থার্ড পেয়ারওয়েতে দ্বিতীয় শট নেওয়ার পর নিজের বাগির (গলফের গাড়ি) দিকে যাচ্ছিলেন। ঠিক তখন একটি বল এসে তার চোখে আঘাত হানে। ওই সময় সঙ্গে সঙ্গে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করেন ও মাটিতে পড়ে যান। এরপর দীর্ঘ চার সপ্তাহ অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে।
সূত্র: বিবিসি
এমটিআই