‘সিনওয়ার ইসরায়েলের মিথ্যা প্রোপাগান্ডা ফাঁস করে গেছেন’
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার তার মৃত্যুর মাধ্যমে দখলদার ইসরায়েলের প্রোপাগান্ডা ফাঁস করে গেছেন বলে মন্তব্য করেছেন প্যালিস্টিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারঘোতি। তার দাবি, সিনওয়ার এবং চলমান যুদ্ধ সম্পর্ক ইসরায়েল অনেক প্রোপাগান্ডা ছড়িয়েছে। যা তার মৃত্যুর পর স্পষ্ট হয়েছে।
তিনি বলেছেন, “ইসরায়েলি প্রধানমন্ত্রী ‘একটি বিজয়ীর প্রতিচ্ছবি’ চেয়েছিলেন। কিন্তু সিনওয়ার তার জীবনের শেষে বিশ্বকে নেতানিয়াহুর ব্যর্থতার প্রতিচ্ছবি দিয়ে গেছেন।”
“সিনওয়ার সম্পর্কে যত মিথ্যা কথা বলা হয়েছে সব ফাঁস হয়েছে— (ইসরায়েল বলত) যে তিনি বেসামরিক মানুষের পেছনে লুকিয়ে আছেন। তাদের মানববর্ম হিসেবে ব্যবহার করছেন, সব মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি ইসরায়েলি জিম্মিদের মাঝে লুকিয়ে আছেন এটিও মিথ্যা প্রমাণিত হয়েছে। এছাড়া তিনি পালিয়ে বেড়াচ্ছেন এবং সুড়ঙ্গে লুকিয়ে আছেন এই দাবিও মিথ্যা প্রমাণিত হয়েছে। সিনওয়ার রাফাতে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন।”
“সিনওয়ার শুধুমাত্র তার সম্পর্ক ইসরায়েলি প্রোপাগান্ডাগুলো কতটা মিথ্যা ছিল সেটিই ফাঁস করেননি। কিন্তু পুরো পরিস্থিতি সম্পর্কে দেখিয়ে গেছেন।”
আরও পড়ুন
দখলদার ইসরায়েলের হামলায় গত বুধবার প্রাণ হারান হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি দাবি করেছেন, সিনওয়ারের কাছ থেকে নগদ ৪০ হাজার শেকেল (ইসরায়েলি মুদ্রা), অস্ত্র এবং নিরাপত্তা ভেস্ট পাওয়া গেছে।
এছাড়া ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ কয়েকটি জিনিসের একটি ছবি প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি দাবি করেছে, সিনওয়ারের সঙ্গে এসব জিনিস পাওয়া গেছে। ছবিতে দেখা যাচ্ছে, এতে রয়েছে একটি পাসপোর্ট, আল-আকসা মসজিদের ছবি সংবলিত দুটি বই, হাত ঘড়ি, নেইল কাটার, তজবিহ, মেন্টস চকলেট, একটি গুলি, আতর, স্কচটেপ এবং টুথপেস্ট সদৃশ্য কাজগের সবুজ বাক্স।
তবে যে পাসপোর্টটি মিলেছে সেটি সিনওয়ারের নয়। এটি আরেক ব্যক্তির। যিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার হয়ে কাজ করতেন। এই পাসপোর্ট সিনওয়ার কেন বহন করছিলেন সেটি নিশ্চিত নয়।
সূত্র: আলজাজিরা
এমটিআই