উপকূলের কাছাকাছি মহাশক্তিশালী হ্যারিকেন মিল্টন, দেখুন সরাসরি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলের কাছাকাছি চলে এসেছে মহাশক্তিশালী সামুদ্রিক ঝড় হ্যারিকেন মিল্টন। সংবাদমাধ্যম সিএনএন বাংলাদেশ সময় বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জানায় আর মাত্র ১২ ঘণ্টা পর হ্যারিকেনটির মূল অংশ উপকূলে প্রবেশ করতে পারে। এরআগের পূর্বাভাসে আঘাত হানার যে সময়ের কথা বলা হয়েছিল সেটি থেকে এখন সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টারও জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টায় এটি উপকূলীয় অঞ্চল সারাসোটায় প্রথম আঘাত হানতে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, হ্যারিকেন মিল্টন তার গতিপথ বদলে পূর্বের গতিপথ থেকে কিছুটা দক্ষিণ দিকে সরে গেছে। যার অর্থ মেক্সিকো উপসাগর থেকে এটি আরও সরে গেছে এবং ধারণার চেয়ে আগে আঘাত হানবে।
আরও পড়ুন
যেহেতু আর মাত্র ১২ ঘণ্টার মধ্যে সমুদ্র থেকে এটি উপকূলে চলে আসবে তাই হ্যারিকেনটির দুর্বল হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ এটি আঘাত হানার সময় ক্যাটাগরি-৩ থেকে ক্যাটাগরি-৪ হ্যারিকেন শক্তি নিয়ে উপকূলে আছড়ে পড়বে।