নাইজেরিয়ায় বন্যায় নিহত ২৮৫
ভয়াবহ বন্যায় পশ্চিম আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়াজুড়ে অন্তত ২৮৫ জনের মৃত্যু হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন ৬ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ)।
সরকারি বিবৃতি অনুসারে, নাইজেরিয়ার ৩৬টি প্রদেশের মধ্যে ৩১টিই বন্যা কবলিত। বন্যায় ইতোমধ্যে ধ্বংস হয়েছে ৯৯ হাজার ৪৬টি বাড়ি, অন্তত ১ লাখ ২৭ হাজার ৫৪৪ হেক্টর জমির ফসল এবং শত শত সড়ক-সেতু।
— NEMA Nigeria (@nemanigeria) September 20, 2024
সোমবার এক বিবৃতিতে নাইজেরিয়ার কারাগার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার কারণে দেশটির বারনো প্রদেশের রাজধানী মাইদুগুরির প্রধান কারগারের দেওয়াল ভেঙে পড়েছে। তার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না ২৮১ জন কয়েদির।
ব্যাপক বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে পশ্চিম আফ্রিকা অঞ্চলজুড়ে এবার বন্যা শুরু হয়েছে। সেখানকার বাসিন্দারা জানিয়েছেন গত কয়েক দশকে এমন ভয়াবহ বন্যা দেখা যায়নি। এবারের বন্যায় নাইজেরিয়াসহ পুরো পশ্চিম আফ্রিকায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন অন্তত ৪ লাখ মানুষ।
— NEMA Nigeria (@nemanigeria) September 19, 2024
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরও নাইজেরিয়ার বন্যায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার।
সূত্র : আরটি
এসএমডব্লিউ