পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের পশ্চিমতীরে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১০ মাস ধরে গাজায় বর্বরতা চালালেও এই সময়ে পশ্চিমতীরে এত বড় হামলা চালায়নি তারা।
বুধবার (২৮ আগস্ট) সকালে পশ্চিমতীরের জেনিন, নাবলুস, তুবাস এবং তুলকারেমে একযোগে হামলা চালায় দখলদার সেনারা।
দুপুরের দিকে পশ্চিমতীরের শহরগুলোর প্রবেশদ্বার বন্ধ করে দেয় তারা। বার্তাসংস্থা এএফপির সাংবাদিক জানিয়েছেন, সেনারা ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুড়ছিল। ওই সময় গোলাগুলি ছাড়াও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।
এছাড়া বুলডোজার ব্যবহার করে বিভিন্ন রাস্তার পিচ তুলে ফেলেছে ইসরায়েলি সেনারা। রাস্তার নিচে বোমা পুঁতে রাখা আছে কিনা সেটি দেখতেই পিচ তুলে ফেলছে তারা।
পশ্চিমতীরে ইসরায়েলের হামলার খবর শুনে সৌদি আরবে সফর স্থগিত করে দেশে ফিরে গেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
দখলদার ইসরায়েল দাবি করেছে যে ৯ জনকে হত্যা করা হয়েছে তাদের সবাই সশস্ত্র গোষ্ঠীর সদস্য। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ সোসানি পশ্চিমতীরে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সেখানে তাদের সেনারা কতদিন অবস্থান করবে সেটি স্পষ্ট করেননি তিনি।
সূত্র: এএফপি
এমটিআই