ত্রিপুরায় আরও দু’দিন হবে ভারী বৃষ্টি, পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা
ভারতের ত্রিপুরা রাজ্যে আরও দুইদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
ভারতীয় আবহাওয়া বিভাগ গতকাল মঙ্গলবার জানায়, বাংলাদেশের মধ্যাঞ্চল এবং পার্শ্ববর্তী বিরাজমান নিম্নচাপের কারণে ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।
দেশটির আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে দৃশ্যমানতা হ্রাস পাবে, এতে করে ট্রাফিক জ্যাম বৃদ্ধি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে বিভিন্ন দুর্বল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে।
এছাড়া নিম্নাঞ্চলগুলো আকস্মিক বন্যায় প্লাবিত হবে। যেখানে বৃষ্টিপাত বেশি হবে সেখানে ভূমিধস দেখা যেতে পারে।
নিম্নাঞ্চল এবং যেসব জায়গায় ভূমিধস হতে পারে সেখানকার বাসিন্দাদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে। যেসব এলাকা প্রায়ই প্লাবিত হয় এবং যেখানে ভূমিধসের শঙ্কা রয়েছে সেসব জায়গায় না যেতে সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন
গত কয়েকদিনের বৃষ্টিতে ত্রিপুরার বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পর রাজ্যের ডুম্বুর জলাশয়ের বাঁধটি খুলে দেওয়া হয়েছে। এতে করে সেখানকার বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং পানি বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রবেশ করেছে। বর্তমানে ফেনি জেলা পানির নিচে রয়েছে।
বাঁধ খুলে দেওয়ার পর ত্রিপুরায় উৎপত্তি হওয়া গোমতী নদী দিয়ে বাংলাদেশের কুমিল্লায় ঢুকছে বন্যার পানি। এতে করে সেখানেও বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
ভারী বৃষ্টিপাত আরও দুইদিন অব্যাহত থাকার কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভয়াবহ এ বন্যায় ত্রিপুরায় ইতিমধ্যে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ আছেন আরও কয়েকজন।
সূত্র: এএনআই
এমটিআই