পা ফসকালেই মৃত্যু, জীবন বাজি রেখে নারী-শিশুকে উদ্ধার (ভিডিও)
ইয়েমেনে প্রলয়ংকারী বন্যা থেকে জীবন বাজি রেখে এক নারী ও শিশুকে উদ্ধার করেছেন দুঃসাহসিক যুবক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবক নারী ও শিশুকে উদ্ধারের চেষ্টা করছেন। তারা যেখানে ছিল সেখানে প্রবল বেগে বয়ে যাচ্ছিল বন্যার পানি। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে যদি পা একটু ফসকাতো তাহলে নিশ্চিত মৃত্যু হতো তাদের।
যুবকটি একটি দঁড়িতে ধরে ভবনের নিচের দিকে গিয়ে ওই নারীর কাছে যান। তখন দেখা যায় নারীটি তার সন্তানকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছেন। পরে ওই নারী ও শিশুকে দঁড়ির মাধ্যমে উপর দিকে টেনে নেওয়া হয়।
— (@afnanTurker) August 15, 2024
গত কয়েকদিনে ইয়েমেনে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে করে বন্যা ও জলবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে সৃষ্ট এ বন্যায় অনেক মানুষ আহত-নিহত এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন
জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে ইয়েমেনে বৃষ্টি ও বন্যায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে।
জাতিসংঘের আরেক সহযোগী সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ইয়েমেনে চলতি মাসের শুরুতে দেখা দেওয়া এই বন্যায় ১ লাখ ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বাড়িঘর ভেঙে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।
সূত্র: গালফ নিউজ
এমটিআই