হিজবুল্লাহর রকেট হামলায় উত্তর ইসরায়েলের বিভিন্ন জায়গায় আগুন
লেবাননে হামলা চালিয়ে ১০ জনকে হত্যার প্রতিশোধ নিতে দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ৫৫টি রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় আগুন লেগেছে। এই আগুন ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমমাধ্যম টাইমস অব ইসরায়েল।
শনিবার (১৭ আগস্ট) সকালে লেবাননের নাবিতেহ-তে হামলা চালায় ইসরায়েলি সেনারা। হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে লেবাননের সংবাদমাধ্যম।
এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এরপর পাল্টা রকেট হামলা চালায় হিজবুল্লাহ। সশস্ত্র এ গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, রকেট হামলা চালানো হয়েছে দখলদার ইসরায়েলের আয়েলাত হাসাহার নামের এলাকায়। এই এলাকাটিতে এর আগে কখনো হামলা চালানো হয়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল আরও জানিয়েছে, লেবাননের রকেট হামলায় তাদের এক সেনা গুরুতর আহত এবং আরেকজন সামান্য আঘাত পেয়েছে।
রকেট হামলার পর যেসব জায়গায় আগুন লেগেছে সেখানে এখন কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে হিজবুল্লাহর ছোড়া রকেট ঠেকাচ্ছে ইসরায়েলের আয়রন ডোম।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হয়। এর পরের দিন ৮ অক্টোবর থেকে ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে লেবাননের হিজবুল্লাহ। যুদ্ধের শুরুতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা সীমিত থাকলেও গত কয়েক মাসে এটি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই