অননুমোদিত টিকা নিয়ে বিতর্কের মুখে দুতার্তে
ব্যবহারের অনুমোদন না পাওয়া একটি টিকা নিয়ে বিতর্কের মুখে পড়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তার্তে। এর পর উপহার হিসেবে চীনা কোম্পানি সিনোফার্মের উদ্ভাবিত এক হাজার ডোজ টিকা ম্যানিলার চীনা দূতাবাসকে ফিরিয়ে নিতে বলেছেন তিনি।
এর প্রতিক্রিয়ায় দুতার্তে বলেছেন, চীনের উচিত শুধু সিনোভ্যাকের তৈরি টিকা পাঠানো। উল্লেখ্য, ফিলিপাইনে চীনের তৈরি সিনোভ্যাক টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তবে আরেক চীনা কোম্পানি সিনোফার্মের টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়নি।
চীনের রাষ্ট্রায়ত্ত ওই দুই কোম্পানির তৈরি কোভিড টিকা দুটি ইতোমধ্যে বিশ্বের বেশ কিছু দেশে ব্যবহারের অনুমোদন পেয়েছে। এছাড়া চলতি সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিনোফার্ম ও সিনোভ্যাক টিকার অনুমোদন দিতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ফিলিপাইনের প্রেসিডেন্ট বলছেন, তিনি শুধু সিনোফার্মের টিকা নিয়েছেন। তাকে তার চিকিৎসকরা টিকা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দুতার্তে তার মতো করে কাউকে এ টিকা না নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ফিলিপাইনের সংবাদমাদ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, ‘এটা (সিনোফার্ম টিকা) ভয়ানক কারণ এই টিকা নিয়ে পরীক্ষা-নিরিক্ষা চালানো হয়নি। সম্ভবত এই টিকা শরীরের জন্য ভালো না। আমার পর যেন কেউ এটা না নেয়।’
সিনোফার্মের টিকার এখনো অনুমোদন দেওয়া হয়নি এবং সম্ভবত এই টিকার নানা পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, টিকাদান কর্মসূচি থেকে এই টিকা প্রত্যাহার করে নেওয়া হবে। অতএব এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই এখন।’
অনুমোদিত টিকা নেওয়ার কারণে ঝুঁকির বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে যেসব সমালোচনা শুরু হয়েছে তা স্বীকার করে নিয়ে তিনি বলেন, ‘আমরা খুবই দুঃখিত। আপনারাই ঠিক। আমাদের ভুল হয়েছে। তবে আমরা এখন এই ভুল সংশোধন করেছি।’
প্রসঙ্গত, বর্তমানে ফিলিপাইনে দুটি করোনা টিকার অনুমোদন রয়েছে। একটি হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার। অপরটি সিনোফার্মের করোনা টিকা। এই দুই টিকার মাধ্যমে দেশটি সম্মুখসারির যোদ্ধা ও ঝুঁকিতে দেওয়া মানুষজনকে টিকার দেওয়ার কর্মসূচি চালাচ্ছে।
এএস