জমি নিয়ে বিরোধে জীবন্ত পুঁতে ফেলা হলো যুবককে, খুঁড়ে বের করল কুকুর
ভারতের উত্তর প্রদেশের আগ্রায় জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে জীবন্ত পুঁতে ফেলার ঘটনা ঘটেছে। ওই যুবক দাবি করেছেন, রাস্তার কুকুররা মাটি খুঁড়ে তাকে বের করেছে। কুকুরগুলো তাকে বের করে কামড়ে ধরার চেষ্টা করেছিল।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম শুক্রবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রুপ কিশোর নামের ওই যুবক দাবি করেছেন, গত ১৮ জুলাই অঙ্কিত, গৌরব, কারান এবং আকাশ নামের চার ব্যক্তি আগ্রার আরতোনি এলাকায় তার উপর হামলা চালায় এবং তাকে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে। এক পর্যায়ে হামলাকারীরা ভেবেছিল তিনি মারা গেছেন; এমন ভেবে তারা তাদের খামারে তাকে পুঁতে ফেলেন।
বিজ্ঞাপন
জীবন্ত পুঁতে ফেলা সত্ত্বেও রুপ কিশোর বেঁচে যেতে সমর্থ হন। তাকে যেখানে পুঁতে ফেলা হয়েছিল সেই জায়গাটি একদল কুকুর এসে খোঁড়া শুরু করে। এরপর যখন কুকুররা তার শরীরে কামড়ে ধরে তখন তার জ্ঞান ফিরে আসে। তখন তিনি সেই এলাকা থেকে স্থানীয় মানুষের কাছে গিয়ে সাহায্য চান। যারা তাকে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রুপ কিশোরের মা জানিয়েছেন তার ছেলেকে চার হামলাকারী জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। পুলিশ জানিয়েছে, এই চাঞ্চল্যকর ঘটনার কারণ খুঁজে বের করতে বিষদ তদন্ত চলছে। এছাড়া অভিযুক্ত চার হামলাকারীকে ধরার চেষ্টাও চালাচ্ছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
এমটিআই