কেজরিওয়ালের পরিবারের পাশে দাঁড়ালেন মমতা
দিল্লিতে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গিয়ে তার স্ত্রীর সঙ্গে দেখা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেজরিওয়াল বর্তমানে কারাবন্দি। গেল ২১ মার্চ গ্রেপ্তার হন তিনি।
আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি বৈঠক রয়েছে, সেটিতে যোগ দিতেই দিল্লি গেছেন মমতা। বিরোধী জোটের মুখ্যমন্ত্রীদের প্রায় প্রত্যেকেই সেই বৈঠক বাতিল করলেও উপস্থিত থাকছেন মমতা।
অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গিয়ে কেজরিওয়ালের বাবা এবং মায়ের পা ছুঁয়ে প্রণাম করছেন মমতা। কারাবন্দি কেজরিওয়ালের শরীর নিয়ে উদ্বেগও প্রকাশ করেন মমতা।
এদিকে মমতার এই বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্তকে ভালো চোখে দেখছে না বিরোধীরা। বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সমন্বয় নিয়েও প্রশ্ন উঠছে। মমতাকে আক্রমণ করতে শুরু করেছেন বাংলার সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব।
আরও পড়ুন
একটি অংশ মনে করতে শুরু করেছে, নীতি আয়োগের বৈঠকে যোগ দিলে বিরোধী জোটে ‘একা’ হয়ে পড়তে পারেন মমতা। আর সে বিষয়টি এড়িয়ে যেতেই কেজরিওয়ালের পরিবারের সঙ্গে দেখা করলেন মমতা।
এনএফ