নাগরিকদের ২ লক্ষাধিক সিম কার্ড ব্লক করল পাকিস্তান
আয়কর রিটার্ন ঠিকমতো পরিশোধ না করায় ২ লাখ ১০ হাজার সক্রিয় সিম কার্ড সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পাকিস্তানের সরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির কর কর্তৃপক্ষ প্রতিষ্ঠান ফেডারেল বোর্ড অব রেভিন্যু (এফবিআর)।
এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অবশ্য ৬২ হাজার সিম কার্ড ফের চালু করা হয়েছে। পৃথক এক বিবৃতিতে সে তথ্যও নিশ্চিত করেছে এফবিআর।
পরবর্তী বিবৃতিতে এফবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কেউই স্বেচ্ছায় আয়কর রিটার্ন জমা দিতে আসতে চায় না। কর প্রদানে নাগরিকদের সচেতন করতে তাই বাধ্য হয়ে আমাদের ২ লাখ ১০ হাজার সিম কার্ড সাময়িকভাবে বন্ধ (ব্লক) করতে হয়েছিল।’
‘তবে এরপর বেশ কয়েক হাজার নাগরিক তাদের রিটার্ন জমা দেওয়ায় বন্ধ হওয়া সিম কার্ডগুলোর মধ্যে ৬২ হাজার কার্ড ফের চালু করা হয়েছে।’
পাকিস্তানের মোট জনসংখ্যা ২৪ কোটিরও বেশি। কর প্রদানে সক্ষম লোকজনেরও অভাব নেই দেশটিতে। তবে কর প্রদানে পাকিস্তানিদের আগ্রহ খুবই কম। এফবিআরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে মাত্র ৫০ লাখ ২০ হাজার মানুষ কর রিটার্ন জমা দিয়েছিলেন।
দেশটিতে মোবাইল ফোন ব্যবহার করেন ১৯ কোটি ২০ লাখ মানুষ। টেলি যোগাযোগ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চারটি দেশি-বিদেশি কোম্পানি পাকিস্তানের জনগণকে মোবাইল যোগাযোগ পরিষেবা প্রদান করে।
সূত্র : এএফপি
এসএমডব্লিউ