উদ্বোধনের আগেই বিহারে ভেঙে পড়ল সেতু
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে একটি সেতু। মঙ্গলবার আরারিয়া জেলার বাকরা নদীতে নির্মাণাধীন সেতুটির একাংশ ভেঙে পড়েছে। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
১২ কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা ওই সেতুটি উদ্বোধনের আগেই ভেঙে পড়েছে। ওই এলাকার সংসদ সদস্য বিজয় কুমার দেশটির একটি বার্তা সংস্থাকে জানান, সেতুটি ভেঙে পড়ার পেছনে নির্মাণ সংস্থার মালিকের গাফিলতি রয়েছে। এই বিষয়ে তদন্ত করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেতুটির প্রধান অংশই ভেঙে পড়েছে।
এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেতুটির ভিডিও। এতে কীভাবে সেতুটি ভেঙে পড়ার পর ধ্বংসাবশেষ দ্রুত বইতে থাকা বাকরা নদীর পানিতে ভেসে যাচ্ছে, সেই দৃশ্য দেখা গেছে। অপর একটি ভিডিওতে দেখা যায়, উপস্থিত জনতা সেতুর ভেঙে পড়া অংশের কাছে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছেন।
বিহারে এই ধরনের সেতু বিপর্যয় নতুন কিছু নয়। এর আগে গত মার্চেই রাজ্যের সুপালে একটি নির্মাণাধীন সেতু ভেঙে পড়েছিল। তারও আগে ভাগলপুরে একইভাবে দুর্ঘটনা ঘটে। সংবাদ প্রতিদিন
জেডএস