সৌদির দুই প্রধান কেন্দ্র থেকে দেখা যায়নি জিলহজের চাঁদ
সৌদি আরবের চাঁদ দেখার দুই প্রধান কেন্দ্র সুদাইর এবং তুমাইর থেকে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার (৬ জুন) সাধারণ নাগরিকদের ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানায় সৌদির সুপ্রিম কোর্ট।
দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সৌদির সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে জানায় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তুমাইর থেকে চাঁদ দেখা সম্ভব হয়নি। পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে আরেক আপডেটে তারা জানায়, সুদাইর থেকেও জিলহজের চাঁদ দেখা যায়নি। তবে দেশের অন্যান্য অঞ্চল থেকে চাঁদ দেখার কোনো খবর আসে কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য আরও অপেক্ষা করা হবে বলে জানায় ‘ইনসাইড দ্য হারামাইন’।
এরপর সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ওয়েবসাইটটি জানায়, দেশের কোথাও থেকে এখন পর্যন্ত চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে একটু পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট।
প্রধান দুই কেন্দ্র সুদাইর এবং তুমাইরে চাঁদ দেখা না যাওয়ায় পরবর্তীতে তাবুকসহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঞ্চলে নজর রাখা হয়।