তাইওয়ানে ভূমিকম্পের আঘাত
তাইওয়ানের পূর্ব উপকূলে এক ডজনেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। রাজধানী তাইপেসহ আশপাশের কিছু এলাকায়ও এই কম্পন অনুভূত হয়েছে। সোমবার এসব ভূমিকম্প আঘাত হেনেছে বলে এই দ্বীপ ভূখণ্ডের আবহাওয়া প্রশাসন জানিয়েছে।
তবে তাইওয়ানে আঘাত হানা ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছে, পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত হুয়ালিয়েন কাউন্টি ছিল এসব ভূমিকম্পের কেন্দ্রস্থল। ওই এলাকায় চলতি মাসের শুরুর দিকে রিখটার স্কেলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি ঘটে।
উচ্চ মাত্রার ওই ভূমিকম্পের পর তাইওয়ান আরও শত শত আফটারশক অনুভূত হয়। দু’টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত তাইওয়ান অত্যন্ত ভূমিকম্প প্রবণ।
এর আগে, ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে শক্তিশালী এক ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। তারও আগে ১৯৯৯ সালে এই দ্বীপ ভূখণ্ডে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষ মারা যান।
সূত্র: রয়টার্স।
এসএস